মানসিক রোগীদের পাশে এসে দাঁড়ালেন ঋতি্বক রোশন। তাদের জন্য প্রতিষ্ঠিত 'দিলকুশ' বিদ্যালয়ে ১০ লাখ টাকা মূল্যের একটি মাইক্রোবাস দান করেছেন। বিদ্যালয় সুত্রমতে জানায় 'ঋতি্বক আমাদের একটি স্কুলবাস দান করেছেন। আগে আমাদের মাত্র দুটি বাস ছিল যার মধ্যে একটি মেরামতের জন্য পাঠানো হয়েছে। বাস দুটি ছাত্রদের 'মাহিম' ও 'জগেশ্বরী' নামক দুটি স্থানে নাময়ে দিত।
বলিউডের খ্যাতিমান তারোকা ঋতি্বক রোশন
বিদ্যালয় থেকে আরও জানানো হয় যে, ঋতি্বক কখনও নিজে না আসলেও সবসময় তাদের সহোযোগিতা করেছেন। বিদ্যালয়ের অনেকেই ঋতি্বকের ভক্ত। তারা চান মাইক্রোবাসটি তিনি নিজে এসে দান করুন। বিদ্যালয়টি প্রায় ৪০ বছর ধরে দানের ওপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে। এখানে প্রায় ১০০ জন মানসিক ভারসাম্যহীন ছেলেমেয়ে পড়াশোনা করে। সমাজের সাধারণ
মানুষের মতো বসবাস করার জন্য এদের যোগ্য করে তোলাটাই বিদ্যালয়টির মূল উদ্দেশ্য।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।