মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা

বুধবার, ১৬ মার্চ, ২০১১

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে প্রধান বিরোধী দল বিএনপি।

http://www.rtnn.net/newsimage/sec_6/subsec_22/129661994420110202.jpg
মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের এক যৌথ সভায় ওই কর্মসূচি ঘোষণা করা হয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দলেন সিনিয়র যুগ্ম মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা এজেডএম জাহিদ হোসেন ও এএইচএম হালিমসহ দলের অঙ্গ সংগঠনের সিনিয়র নেতারা।

কর্মসূচির মধ্যে রয়েছে ২৫ মার্চ আলোচনা সভা, ২৬ মার্চ সকালে কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং খালেদা জিয়ার নেতৃত্বে সাভার স্মতিসৌধে পুস্পস্তবক অর্পণ এবং জিয়ার মাজারে পুস্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল হবে ।

একই দিন বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে জাসাসের আলোচনা সভা।

১০দিনের কর্মসূচির মধ্যে আরও রয়েছে, ২৭ মার্চ কেন্দ্রীয় কার্যালয় থেকে র‌্যালি। ২৮ মার্চ ছাত্রদলের আলোচানা সভা, ৩১ মার্চ তাঁতীদলের আলোচনা সভা, ১ এপ্রিল কৃষক দলের আলোচনা সভা এবং ৪ এপ্রিল শ্রমিক দলের আলোচনা সভা।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য