কুমিল্লায় ৪০ জোড়া প্রেমিক যুগল আটক

বুধবার, ১৬ মার্চ, ২০১১

কুমিল্লার কোতোয়ালী মডেল থানা পুলিশ বুধবার শহরের চিড়িয়াখানা ও দুটি চাইনিজ রেস্তোরায় অভিযান চালিয়ে ৪০ জোড়া কপোত-কপোতিকে আটক করেছে।

পুলিশ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চিড়িয়াখানা ও দুটি চাইনিজ রেস্তোরায় এ অভিযান চালিয়ে এদের আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতদের মধ্যে স্কুল কলেজের শিক্ষার্থী ও গৃহবধূ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ওসি মহিউ‌দ্দিন জানান, স্কুল-কলেজ চলাকালীন সময়ে ক্লাশ ফাঁকি দিয়ে এসব শিক্ষার্থী চাইনিজ রেস্তোরা ও চিড়িখানায় গিয়ে অশ্লালীন মেলামেশা করে। আটক গৃহবধূরা প্রবাসী এবং চাকুরীজীবী স্বামীদের অবর্তমানে পরকিয়ায় নিয়োজিত।

তিনি বলেন, আটককৃতদের অপমাণ করার জন্য নয় বরং এ রকম অবৈধ মেলামেশা থেকে বিরত থাকার জন্য সতর্কবাণী হিসেবে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আটকের একঘণ্টা পর অভিভাবকদের খবর দিয়ে থানায় এনে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য