শততম জন্মদিনে বিয়ে করলেন যুক্তরাষ্ট্রের এক প্রেমিক যুগল । টানা ২৮ বছর প্রেম করার পর বিয়ে । ১৯৮৩ সালে একটি নাচের মঞ্চে তাঁদের প্রথম পরিচয় হয় । পরিচয় হবার পর থেকেই তাদের প্রেম শুরু হয় । প্রেমফরেস্ট লান্সওয়ের বয়স ১০০ বছর। কনে রোজ পোলার্ডের বয়স ৯৩। ২০ মার্চ ক্যালিফোর্নিয়ায় বেশ ঘটা করে বিয়ে করেন তাঁরা। ২০ মার্চ ছিল লান্সওয়ের শততম জন্মদিন। ওই দিনটাকেই তাঁরা বিয়ের জন্য বেছে নেন। আন্তর্জাতিক রেকর্ড অনুযায়ী বর্তমানে তাঁরাই বিশ্বের সবচেয়ে বয়স্ক নবদম্পতি। ডেইলি মেইল অনলাইন
বিষয় সমুহ...
বিভাগীও শহর তথ্য কনিকা
আরো কিছু গুরুত্তপূর্ণ বিষয়...
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।