বলিউড আইটেম গার্ল ইয়ানা গুপ্তা এবার নাচলেন বলিউড অভিনেত্রী জিনাত আমানের বিখ্যাত গান 'লায়লা ম্যায় লায়লা'র রিমেকে। বলিউড অভিনেত্রী লারা দত্ত প্রযোজিত 'দিলি্ল চালো' ছবিতে ইয়ানাকে দেখা যাবে 'লায়লা'রূপে। ছবির প্রযোজক লারা দত্ত জিনাত আমানের ওই অসাধারণ নাচটির প্রতি যথাযথ সম্মানে একদম তার অনুকরণেই নাকি তা সম্পন্ন করেছেন। আর এতে জিনাতও সন্তুষ্ট।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।