বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে মাইকেল ক্লার্কের নেতৃত্বে আজ সোমবার রাতে ঢাকায় আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সফরকালে টাইগারদের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচসহ তিনটি একদিনের ম্যাচ খেলবে অসি দল। আগামী ৯, ১১ ও ১৩ এপ্রিল সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। একমাত্র শেষ ম্যাচটি হবে দিবা-রাত্রির। তবে, এর আগে ৭ এপ্রিল একটি প্রস্ততি ম্যাচ খেলবে তারা। ম্যাচটি হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে। সিরিজ শেষে আগামী ১৪ এপ্রিল অসিদের বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।
অস্ট্রেলিয়া একাদশ: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), শেন ওয়াটসন (সহ-অধিনায়ক), রিকি পন্টিং, মাইক হাসি, ব্র্যাড হ্যাডিন, টিম পেইন, কালাম ফার্গুসন, ক্যামেরন হোয়াইট, ব্রেট লি, মিচেল জনসন, জেভিয়ের ডোহার্টি, জন হ্যাস্টিংস, স্টিভেন স্মিথ ও জেমস প্যাটিসন।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।