ধোনি বাহিনী ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ জিতলেও আইসিসি'র জরিমানা গুনতে হচ্ছে তাদের।
২ এপ্রিলের ফাইনালে শ্রীলঙ্কার ইনিংসে সেস্না ওভার রেটের কারণে তাদের এ জরিমানা করা হয়েছে। ম্যাচ রেফারি জেফ ক্রো তাদের এ জরিমানা করেন। আইসিসি'র নিয়ম অনুযায়ী ম্যাচে বোলিং দলের ওভার রেট সেস্না হলে সংশ্লিষ্ট দলের খেলোয়াড়দের প্রত্যেকের ১০% এবং অধিনায়কের ২০% ম্যাচ ফি কেটে রাখার বিধান আছে। সে অনুযায়ী বলা যায় যে ধোনি বাহিনীর সবার ম্যাচ ফি'র একটা অংশ কাটা পড়ছে। তবে এ নিয়ে নিশ্চয়ই তাদের এখন আর কোন আফসোস নেই। কারণ ম্যাচ ফি'র চেয়ে বড় পাওনা তারা পেয়ে গেছেন এখন। আস্ত বিশ্বকাপ ট্রফিইতো এখন শোভা পাচ্ছে তাদের সবার হাতে।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।