নীড় ছেড়ে পাখি চলে গেল উড়ে_ পড়ে থাকে ঝরা পালক
খড়কুটো শুকনো পাতা জঞ্জাল মাটির সানকি যেন গোলার্ধের
শূন্যতায় একটি আকাশে স্বপ্নের মায়া ছিল একদা যেখানে
এক পাখির সংসারে প্রিয় জীবন অপলক আঁখিভরা অপেক্ষায়
সে কি ফিরে আসবে এই পথে বাতাসের উজানে ঝরা পাতার
পথে পথে শূন্যতার নীরব আর্তিতে সংগোপনে ধীরে ধীরে
দূর নীলিমায় কালো মেঘের জলসভা ভেঙে গেছে কবে
এখন চারদিকে রোদের ঝিলিক এখনই তার ফিরে আসার
সঠিক সময় তাকে আসতেই হবে ওই নদী আর ঝর্ণার কসম
অন্যথায় বিপুল এক নেতিসম্ভারে ডুবে যাবে যাবতীয় প্রার্থনা
ওই পাড়ে এ সময়ে কে যেন দাঁড়িয়ে যায় প্রতিধ্বনির সমকক্ষতায়
সে না ফিরে এলে এমনই হবে প্রকৃতির নিয়মে সময়ে অসময়ে
সবই আবার আগের মতো চলবে যেমন ছিল তেমনই সর্ব সময়ে
তাই কেউ চলে গেলে কারো কিছু যায় আসে না শুধু দুই ফোঁটা অশ্রু ঝরে!
খড়কুটো শুকনো পাতা জঞ্জাল মাটির সানকি যেন গোলার্ধের
শূন্যতায় একটি আকাশে স্বপ্নের মায়া ছিল একদা যেখানে
এক পাখির সংসারে প্রিয় জীবন অপলক আঁখিভরা অপেক্ষায়
সে কি ফিরে আসবে এই পথে বাতাসের উজানে ঝরা পাতার
পথে পথে শূন্যতার নীরব আর্তিতে সংগোপনে ধীরে ধীরে
দূর নীলিমায় কালো মেঘের জলসভা ভেঙে গেছে কবে
এখন চারদিকে রোদের ঝিলিক এখনই তার ফিরে আসার
সঠিক সময় তাকে আসতেই হবে ওই নদী আর ঝর্ণার কসম
অন্যথায় বিপুল এক নেতিসম্ভারে ডুবে যাবে যাবতীয় প্রার্থনা
ওই পাড়ে এ সময়ে কে যেন দাঁড়িয়ে যায় প্রতিধ্বনির সমকক্ষতায়
সে না ফিরে এলে এমনই হবে প্রকৃতির নিয়মে সময়ে অসময়ে
সবই আবার আগের মতো চলবে যেমন ছিল তেমনই সর্ব সময়ে
তাই কেউ চলে গেলে কারো কিছু যায় আসে না শুধু দুই ফোঁটা অশ্রু ঝরে!
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।