নারীর ক্ষমতায়ন ছাড়া উন্নয়ন সম্ভব নয়: মরিয়ার্টি

সোমবার, ১৪ মার্চ, ২০১১

মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেছেন, নারীর প্রতি বৈষম্য দূর করা এবং নারী ও পুরুষের মধ্যে সমতা প্রতিষ্ঠিত না হলে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ পৃথিবী গড়ে তোলা সম্ভব নয়। সবাইকে বিষয়টি উপলব্ধি করে নারী অধিকার প্রতিষ্ঠা ও নারীর প্রতি সহিংসতা বন্ধে কাজ করতে হবে। নারীর ক্ষমতায়ন ছাড়া উন্নয়ন সম্ভব নয়।

http://media.somewhereinblog.net/images/robot_eee_1281288108_2-naari.jpg

আজ সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট ফেয়ার’-এ মার্কিন রাষ্ট্রদূত এ কথা বলেন। ঢাকার মার্কিন দূতাবাস এর আয়োজন করে।
মরিয়ার্টি বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্যতম শর্ত নারী-পুরুষের সমতা ও নারীর ক্ষমতায়ন। লিঙ্গ সমতাকে উত্সাহ দেওয়া কেবল সঠিক কাজই নয়, আধুনিক চিন্তাচেতনারও প্রকাশ। তিনি বলেন, পরিবার, সমাজ—এসব জায়গা থেকে নারীর অধিকার শুরু হয়ে পরে তা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। নারীর শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বিনিয়োগের কথা উল্লেখ করে তিনি বলেন, এগুলোর কারণে নারী এগিয়ে যাচ্ছে।

http://www.chandpur-kantho.com/admin/news_images/204/image_204_7020.jpg

বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট ও বরিশালের অনেক মেয়ের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা তুলে ধরে মরিয়ার্টি বলেন, ছোট মেয়েরা বিজ্ঞান মেলায় অংশ নিচ্ছে। নারী গবেষকেরা আধুনিক ওষুধ আবিষ্কার করছেন। তাঁরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে পরিবার, রাষ্ট্র ও সমাজে অনেক অবদান রাখছে। বাংলাদেশের নারীদের এসব অর্জন ও সাফল্য তাঁকে গর্বিত করে।
অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী নারীর উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য