পদত্যাগ করবেন না উইলিয়াম হেগ

সোমবার, ১৪ মার্চ, ২০১১

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। লিবিয়া থেকে ব্রিটিশ নাগরিকদের সরিয়ে আনার কাজে ধীর গতি এবং লিবিয়ায় গোপন এসএএস মিশনের কারণে তাঁর পদত্যাগ দাবি করেছিলেন বিরোধীরা। সানডে টেলিগ্রাফ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এও বলেন, দলে এখনো তাঁর বিপুল সমর্থন রয়েছে। আর তিনি ‘জাদুকরি ক্ষমতা’ হারিয়েছেন বলে যে অভিযোগ করা হচ্ছে, তাও তিনি প্রত্যাখ্যান করেন।

উইলিয়াম হেগ: অনড়

হেগের সমালোচকদের মধ্যে লিবারেল ডেমোক্র্যাট দলের জ্যেষ্ঠ নেতা মেনজাইস ক্যাম্পবেলও রয়েছেন। তিনি লিবিয়া থেকে ব্রিটিশ নাগরিকদের ধীর গতিতে সরিয়ে আনার সমালোচনা করেন। পাশাপাশি সেখানে এসএএস মিশন নিয়ে প্রশ্ন তোলেন। উইলিয়াম হেগ বলেন, তাঁর প্রতি প্রধানমন্ত্রীর পুরোপুরি সমর্থন রয়েছে। বিবিসি।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য