শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের বিক্ষোভ

বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১১

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের টাইম স্কেলের স্থগিতাদেশ প্রত্যাহার, প্রধান ও সহকারী প্রধান শিক্ষকদের উচ্চতর বেতনকাঠামোর আওতায় নিয়ে আসা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, অনুপাত প্রথা বাতিলসহ অন্যান্য দাবি আদায়ে শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। গতকাল বুধবার বেলা ১১টায় অশ্বিনীকুমার হল চত্বরে জমায়েত হয়ে ওই বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।
সমাবেশে বরিশাল অঞ্চলের শিক্ষক ও কর্মচারীরা বলেন, বিগত জোট সরকারের সময় শিক্ষকদের বেতনকাঠামোর বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেও কোনো ফল পাওয়া যায়নি। বর্তমান সরকার শিক্ষকবান্ধব দাবি করলেও আজ পর্যন্ত শিক্ষকসমাজের অত্যাবশ্যকীয় সমস্যা সমাধানের কোনো উদ্যোগ গ্রহণ করেনি। উপরন্তু বেসরকারি শিক্ষক-কর্মচারীদের টাইম স্কেল স্থগিত করে রেখেছে। শিক্ষক-কর্মচারীদের দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দিয়ে দাবি আদায় করা হবে। দাবি পূরণ না হলে সামনে অনুষ্ঠেয় ইউপি নির্বাচনসহ সরকারি সব কর্মকাণ্ড থেকে শিক্ষকসমাজের বিরত থাকারও ঘোষণা দেন শিক্ষক-কর্মচারীরা।
বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি দাগুপ্ত আশীষ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন অধ্যক্ষ আ ক মো. মিজানুর রহমান, ফরিদুল আলম জাহাঙ্গীর, আবুল কালাম আজাদ, ম. মজিবর রহমান, আনিসুর রহমান, অধ্যাপক জলিলুর রহমান, আবদুস ছালাম, টুনু রানী কর্মকার, মাহফুজুর রহমান, হাফিজুর রহমান, শিক্ষক আবদুল হারিম মিয়া প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে একই দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি। বেলা ১১টায় উপস্থিত শিক্ষক-কর্মচারীরা মহাসড়কে বসে অবরোধ করেন। বেলা সাড়ে ১১টা পর্যন্ত তাঁরা ওই অবরোধ কর্মসূচি পালন করেন।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য