স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিন বিকল চার বছর

বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১১

মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিনটি দীর্ঘ চার বছর ধরে বিকল হয়ে পড়ে আছে। এতে রোগীদের বাইরের বিভিন্ন ক্লিনিকে এক্স-রে করাতে গিয়ে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০০৬ সালের জানুয়ারি মাসে এখানে নতুন একটি এক্স-রে মেশিন চালু করা হয়। এর ছয় মাস পরেই বজ্রপাতে মেশিনটি বিকল হয়ে যায়। এর পর সংশ্লিষ্ট বিভাগ থেকে প্রকৌশলী এসে সাত-আটবার মেশিনটি ঠিক করেন। কিন্তু প্রতিবারই এক-দুই দিন পর মেশিনটি আবার বিকল হয়ে যায়। গত বছরের নভেম্বর মাসে এটি শেষবারের মতো বিকল হওয়ার পর আর চালু করা যায়নি। কয়েকজন রোগী জানান, হাসপাতালে এক্স-রে করাতে ৫-১০ টাকা খরচ হয়। বাইরে একই ধরনের এক্স-রে করাতে ১০০-২৫০ টাকা পর্যন্ত খরচ হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মসিউর রহমান জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে নতুন এক্স-রে মেশিনের জন্যও আবেদন করা হয়েছে।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য