তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮

বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১১

সাতক্ষীরায় যাত্রীবাহী একটি বাসের চাকা ফেটে সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু ও ৪৮ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। একই দিন ফরিদপুর ও সিরাগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও আহত হয়েছে ৩১ জন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও আঞ্চলিক কার্যালয়ের পাঠানো খবর:
সাতক্ষীরা: গত মঙ্গলবার রাত ১০টার দিকে সাতক্ষীরা-যশোর আঞ্চলিক মহাসড়কে উপজেলার বর্জবক্স নামের স্থানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সামনের চাকা ফেটে গিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার লক্ষ্মীনাথপুর গ্রামের দেবপ্রসাদ রায় (৩০), একই উপজেলার কুশলিয়া গ্রামের জসীমউদ্দিন গাজী (২৭), একই গ্রামের মেহেরউন্নেছা (১৭), মাগরি গ্রামের বেলাল হোসেন (৩৮) ও পারুলগাছা গ্রামের মহানন্দ মণ্ডল (২৮)। কলারোয়া থানার ওসি সুভাষ বিশ্বাস জানান, দুর্ঘটনায় পাঁচজন বাসযাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক যাত্রী। এ ঘটনায় কলারোয়া থানার উপপরিদর্শক আবদুল হক বাদী হয়ে একটি মামলা করেছেন। বাসটি জব্দ করা হয়েছে।
ফরিদপুর: দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসচালকের মৃত্যু ও ৩১ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের নগরকান্দা উপজেলার মহিলা রোড নামের স্থানে এ ঘটনা ঘটে। নিহত চালক বাবু সাহা (৩৫) ঢাকার আমিন বাজার এলাকার বাসিন্দা।
সিরাজগঞ্জ: গত মঙ্গলবার ভোররাতে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সয়দাবাদে দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন সদর উপজেলার রাণীগ্রাম মহল্লার হীরা (২১) ও ট্রাকচালকের এক সহযোগী (২২)। এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা হয়েছে। থানার ওসি আবুল কালাম আজাদ জানান, গভীর রাতে একটি ট্রাক উত্তরবঙ্গ থেকে ময়মনসিংহ যাওয়ার পথে ওই সড়কের সয়দাবাদে এলে ট্রাকটি বিকল হয়ে যায়। এ সময় ট্রাকটি রাস্তার পাশে থামিয়ে মেরামত করার সময় অপর একটি ট্রাক এসে বিকল ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দিলে ওই দুজন মারা যান।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য