আরো জনশক্তি কমাচ্ছে ইয়াহু !

বুধবার, ১৬ মার্চ, ২০১১

বিশ্বখ্যাত ইমেইল ক্লায়েন্ট কোম্পানী এবং ইন্টারনেট ফার্ম YAHOO এর ১৪,১০০ জন কর্মীর মধ্যে প্রায় ৬০০ জন কর্মী ছাটাই করতে যাচ্ছে খুব শীঘ্রই, যা এর মোট জনশক্তির প্রায় ৪ শতাংশ। এই নিয়ে গত ৩ বছরের মধ্যে মোট ৪ বার জনশক্তি ছাঁটাই করার ঘোষণা দিলো ইয়াহু!

http://rtnn.net/newsimage/sec_10/subsec_26/129367007220101230.JPG

অন্যদিকে গুগল এর সকল শ্রেণীর জনশক্তির বেতন ১০ শতাংশ বৃদ্ধির ঘোষণা দিয়েছে!

উল্লেখ্য, গুগলের আধিপত্যের কারণে ইদানিংকালে বেশ দিশেহারা পড়েছে ইয়াহু। বিশেষজ্ঞদের মতে, গুগল যে ধরনের সেবা মানুষকে দিতে পারছে এবং যতজন মানুষের কাছে পৌঁছতে পারছে, ইয়াহু তা পারছেনা। যার কারণে ইয়াহু ব্যবহারকারীগণ গুগলের পণ্যের দিকে ঝুঁকছেই, সাথে সাথে নতুন ইন্টারনেট ব্যবহারকারীরা গুগলের মাধ্যমেই ইন্টারনেট জগতে প্রবেশ করছে। এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই ইয়াহুর অস্তিত্বই হুমকির সম্মুখীন হয়ে যেতে পারে।

এ বছর যেখানে ইয়াহুর আয় বৃদ্ধি পেয়েছে প্রায় ২ শতাংশেরও কম, সেখানে গুগলের আয় বৃদ্ধি পেয়েছে প্রায় ২৩ শতাংশেরও বেশি।

২০০৮ সালে মাইক্রোসফট এর প্রায় ৪৭.৫ বিলিয়ন ইউএস ডলার এর অফার ফিরিয়ে দিয়েছিল ইয়াহু। আর বর্তমান বাজারমূল্যে ইয়াহুকে বিচার করলে এর মূল্য দাঁড়ায় ২১.৬৮ বিলিয়ন বিলিয়ন ইউএস ডলার।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য