আসছে সামস্যাং-এর গ্যালাক্সি প্লেয়ার

বুধবার, ১৬ মার্চ, ২০১১

স্মার্টফোন এবং ট্যাবলেট পিসির পর এবার মিউজিক প্লেয়ারের দিকে ঝুঁকেছে স্যামসাং। ‘গ্যালাক্সি প্লেয়ার’ নামক নতুন একটি ব্যক্তিগত মিউজিক প্লেয়ার বাজারে আনতে যাচ্ছে তারা খুব শীঘ্রই। সামনের এবং পেছনের ক্যামেরার মত স্যামসাং গ্যালাক্সি ট্যাব এর অনেক সুবিধাই এই মিউজিক প্লেয়ারে বিদ্যমান থাকবে এবং এই দু’টি ডিভাইসই এন্ড্রয়েড 2।2 ভার্সন ব্যবহার করে তৈরি হয়েছে।

http://rtnn.net/newsimage/sec_10/subsec_26/129353303420101228.jpg
সামস্যাং-এর গ্যালাক্সি প্লেয়ার

স্যামসাং গ্যালাক্সি প্লেয়ার মূলত এর গ্যালাক্সি এস ফোনটির মতই, তবে শুধুমাত্র ফোন নেই এই মিউজিক প্লেয়ারে।

এক নজরে দেখে নেয়া যাক এর বৈশিষ্ট্য সমূহঃ

* ৯.৯ মিলিমিটার পুরুত্ব
* ১ গিগাহার্জ হামিংবার্ড প্রসেসর
* ৪ ইঞ্চি WVGA এলসিডি ডিসপ্লে
* ৮০০*৪০০ রেজুল্যুশন
* ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা
* ফ্রন্টফেসিং ভিজিএ ক্যামেরা
* SoundAlive অডিও টেকনোলজি
* হাই ডেফিনেশন ভিডিও প্লেব্যাক
* মাইক্রো এসডি কার্ডস্লট
* ওয়াইফাই, ব্লুটুথ এবং জিপিএস
* এন্ড্রয়েড মার্কেট এক্সেস

আইপড টাচ এর সাথে প্রতিযোগিতায় নামার মত প্রায় সবকিছুই এই প্লেয়ারে রয়েছে। তবে আইপড এর ৯৬০*৬৪০ রেটিনা ডিসপ্লে নিঃসন্দেহে অসাধারণ এবং এক্ষেত্রে আইপড এগিয়ে থাকবে। মিউজিক ডাউনলোডের জন্য আমাজন এমপিথ্রি সার্ভিস ব্যবহার করা হবে। বলাই বাহুল্য এটি আইটিউনসের মত সমৃদ্ধ এবং ব্যবহার বান্ধব নয়।

স্যামসাং-ই একমাত্র কোম্পানি নয় যেটি মিউজিক প্লেয়ারের বাজার ধরার জন্য নেমেছে যেটি বর্তমানে এপলের দখলে রয়েছে। এর আগেও অনেক ছোট-বড় কোম্পানি পোর্টেবল মিউজিক প্লেয়ার বাজারে এনেছে, তবে এর কোনটিই বিশেষ কোন সাড়া ফেলতে পারেনি। ‘গ্যালাক্সি প্লেয়ার’ এর দাম কেমন হবে এ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য