ঘর ভাঙল অপূর্ব ও প্রভার

বুধবার, ১৬ মার্চ, ২০১১

ধূমধাম করে বিয়ে না হলেও তারা বিয়ে করেছিলেন সুখের প্রত্যাশায়। কিন্তু সুখ কি আদৌ ছিল তাদের জীবনে? বিয়ের পর মাত্র একমাস অপূর্ব-প্রভা একসঙ্গে ছিলেন। তারপর দাম্পত্য কলহের কারণে প্রায় ৫ মাস তাঁরা আলাদা থেকেছেন। এবার তাঁদের ডিভোর্সের মাধ্যমে সব সম্পর্কের অবসান হয়েছে। সমপ্রতি মোহাম্মদপুরে প্রভাদের বাসায় দুই পরিবারের সদস্যদের মধ্যস্থতায় ডিভোর্সের কাগজপত্র তৈরি করা হয় এবং তাতে উভয়ে স্বাক্ষর করেন। অপূর্বকে দেনমোহর হিসেবে পরিশোধ করতে হয়েছে নগদ ১০ লাখ টাকা। আর সেটা প্রভা নিলেনও!

http://www.dailykalerkantho.com/admin/news_images/260/image_260_82259.jpg

অপূর্ব ও প্রভার পারিবারিক সূত্র তাদের ডিভোর্সের বিষয়টি নিশ্চিত করেছে। অপূর্ব এ বিষয়ে কোন কথা বলতে অস্বীকৃতি জানান। অপূর্ব বলেন, মানসিকভাবে আমি খানিকটা বিপর্যসত্ম। এ অবস্থায় আমার পক্ষে কিছু বলা বা মনত্মব্য করা সম্ভব নয়। তবে মুখ খুললেন প্রভা। তিনি দায়ী করলেন অপূর্বকেই। তার জীবনটা নষ্ট করেছে অপূর্ব ও রাজিব। তিনি কাউকে ৰমা করবেন না। তিনি এ্ও বলেন যে, আমার দোষ ছিল আমি রাজিবকে ভালবেসেছিলাম। কিন্তু রাজিব আমার ভালবাসার অমর্যাদা করেছে। তারপর ভালবাসলাম অপূর্বকে। অপূর্বর কেয়ারিং আমাকে দূর্বল করেছে। কিন্তু বিয়ে করার পর দেখলাম অপূর্ব আমাকে ভালবাসেনি। সে কাউকে বালবাসতে পারে না। বহু মেয়ের সঙ্গেই রয়েছে অপূর্বর সম্পর্ক। আমি মনে করি এমন ছেলের সঙ্গে সম্পর্ক না থাকাই ভাল।
ডিভোর্সের পর প্রভা চান আবার কাজে নিয়োমিত হতে। কিন্তু তার পরিবার তাকে বিদেশে পাঠানোর প্রক্রিয়া শুরম্ন করেছেন।
গত বছর ১৯ আগস্ট বুধবার গাজীপুরের পুবাইলে চয়নিকা চৌধুরীর 'পালিয়ে বিয়ে' নাটকের শূটিং শেষে গভীর রাতে অভিনেতা অপূর্বর হাত ধরে প্রভা শূটিং স্পট থেকে বেরিয়ে পড়েন। পরদিন ভোরে ময়মনসিংহে তারা বিয়ে করেন। অপূর্বর সঙ্গে প্রভার সম্পর্কের ব্যাপারে মিডিয়ায় গুঞ্জন ছিল দীর্ঘদিন। কিন্তু গত বছরই ১৬ এপ্রিল রাজধানীর একটি অভিজাত কমিউনিটি সেন্টারে তরম্নণ ব্যবসায়ী রাজিব হাসানের সঙ্গে সাদিয়া জাহান প্রভার জাঁকজমকপূর্ণ বাগদান অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গুঞ্জনের অবসান হয়।
অপূর্বর সঙ্গে প্রভার পালিয়ে গিয়ে বিয়ের পর একের পর এক ঘটতে থাকে নাটকীয় সব ঘটনা। প্রথম দিকে অপূর্ব-প্রভার দাম্পত্য জীবন বেশ মধুর-ই ছিল। উত্তরায় অপূর্বর পরিবারিক বাড়িতেই তারা সাজিয়েছিলেন স্বপ্নের সংসার। কিন্তু বিয়ের সপ্তাহখানেক পর ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে প্রভা ও রাজিবের অনত্মরঙ্গ মুহূর্তের আপত্তিকর কিছু ভিডিওফুটেজ। এ বিষয়টি নিয়েই অপূর্ব-প্রভার দাম্পত্য জীবনে মেঘ নেমে আসে। কারণ প্রভা অপূর্বকে আশ্বসত্ম করেছিল যে, রাজিবের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ঠিকই, কিন্তু অনত্মরঙ্গ কোন সম্পর্ক ছিল না।
এই নিয়ে বাদানুবাদের একপর্যায়ে অপূর্ব আর প্রভার মধ্যে হাতাহাতি পর্যনত্ম হয়েছে বলে জানা যায়। পরবর্তীতে প্রভা তার বাবার সঙ্গে যোগাযোগ করে। উত্তরায় অপূর্বর বাসা থেকে প্রভাকে তার বাবা এসে নিজের জিম্মায় নিয়ে যান। এরপর প্রভার পরিবারের পক্ষ থেকে একাধিকবার এই দম্পতির বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেয়া হলেও অপূর্ব তাতে সাড়া দেননি। সবশেষে দুই পরিবারের সম্মতিক্রমেই তাদের মধ্যে আনুষ্ঠানিক বিয়েবিচ্ছেদ সম্পন্ন হয়েছে গত শুক্রবার রাতে। প্রভার পরিবারের দাবিকৃত কাবিননামায় উলিস্নখিত দেনমোহরের দশ লাখ এক টাকা অপূর্ব পরিশোধ করতে হয়েছে। প্রভার পারিবারিক সূত্রে জানা গেছে, প্রভা শোবিজে কাজ চালিয়ে যেতে চাইলেও তার বাবার আপত্তির কারণে আপাতত কাজ করা থেকে বিরত আছেন। সুইজারল্যান্ডে এক আত্মীয়ের কাছে চলে যাবার চেষ্টা করছেন প্রভা।
মানসিকভাবে ভেঙে পড়া অপূর্বকেও আজকাল শোবিজে খুব কম দেখা যাচ্ছে। প্রভার সঙ্গে সেপারেশনের পর থেকে অপূর্ব নিজের বাসার চার দেয়ালের মধ্যেই বেশিরভাগ সময় কাটান। ঘনিষ্ঠ নির্মাতা ছাড়া আর কারও নাটকে তিনি অভিনয় করছেন না।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য