প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি-২০১১

বুধবার, ৯ মার্চ, ২০১১



অধ্যায়-১  জীবজগৎ
প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বিজ্ঞান বিষয়ের ‘জীব জগৎ’ অধ্যায় থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।
# সঠিক উত্তরটি লিখ।
প্রশ্ন: কোন গাছের পাতা থেকে নতুন চারাগাছ জন্মে?
ক. পেয়ারা খ. জবা গ. পাথরকুচি ঘ. লেবু। উত্তর: গ. পাথরকুচি।
প্রশ্ন: কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদ?
ক. ধান খ. গম গ. তাল ঘ. ছোলা। উত্তর: ঘ. ছোলা।
প্রশ্ন: কোনটি শীতকালীন ফুল?
ক. গাঁদা খ. সূর্যমুখী গ. বেলী ঘ. কামিনী। উত্তর: ক. গাঁদা।
প্রশ্ন: নিচের কোন শ্রেণীর উদ্ভিদের ক্লোরোফিল নেই?
ক. শৈবাল খ. ছত্রাক গ. মস ঘ. ফার্ন। উত্তর: খ. ছত্রাক।
# শুদ্ধ-অশুদ্ধ নির্ণয় করো।
১. ধানবীজে দুটি বীজপত্র থাকে।—অশুদ্ধ
২. গম একবীজপত্রী উদ্ভিদ।—শুদ্ধ
৩. ক্লোরেলা সপুষ্পক উদ্ভিদ।—অশুদ্ধ
৪. শৈবাল, ছত্রাক, মস এবং ফার্ন সপুষ্পক উদ্ভিদ।—অশুদ্ধ
৫. ফার্ন বহুকোষী ভ্রূণ সৃষ্টি করে।—শুদ্ধ
৬. উদ্ভিদের আকার ও কাণ্ডের প্রকৃতির ভিত্তিতে উদ্ভিদ চার প্রকার।—অশুদ্ধ
৭. বৃক্ষের মূল মাটির অনেক গভীরে প্রবেশ করে।—শুদ্ধ
৮. গুল্মের কাণ্ড দীর্ঘ, শক্ত ও মোটা।—অশুদ্ধ
৯. পাইনাসের পাতা সুচের মতো।—শুদ্ধ
১০. ফার্ন সাধারণত ছায়াযুক্ত স্থানে জন্মে।—শুদ্ধ
১১. ছত্রাক নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে।—অশুদ্ধ
১২. সপুষ্পক উদ্ভিদের ফুল হয় না।—অশুদ্ধ
১৩. বিরুৎ-জাতীয় উদ্ভিদের আকার বড়।—অশুদ্ধ
১৪. গুল্মজাতীয় উদ্ভিদ মাঝারি আকারের।—শুদ্ধ
১৫. যে উদ্ভিদের প্রধান কাণ্ড দীর্ঘ, শক্ত ও মোটা সেগুলো বৃক্ষ।—শুদ্ধ
১৬. আকার ও কাণ্ডের প্রকৃতির ভিত্তিতে উদ্ভিদ তিন ধরনের।—শুদ্ধ
১৭. বৃক্ষের প্রধান কাণ্ডকে গাছের গুঁড়ি বলা হয়।—শুদ্ধ
১৮. লাউ, কুমড়া, পুঁইশাক এগুলো বিরুৎ উদ্ভিদ।—শুদ্ধ
# সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
প্রশ্ন: তিনটি গুল্ম উদ্ভিদের নাম লেখো।
উত্তর: তিনটি গুল্ম উদ্ভিদের নাম হলো—
১. লেবুগাছ, ২. গোলাপগাছ ৩. কামিনীগাছ।
প্রশ্ন: অপুষ্পক ও সপুষ্পক উদ্ভিদের পার্থক্য লেখো।
উত্তর: অপুষ্পক ও সপুষ্পক উদ্ভিদের পার্থক্য নিচের ছকে দেওয়া হলো।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল


সুত্রঃ প্রথম আলো
তারিখঃ বুধবার, ৯ মার্চ ২০১১,

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য