জনপ্রিয় গায়িকা টেইলর সুইফটসের 'ষ্টিক নাউ' এর টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম শোটি এলএ স্পেলস সেন্টারে অনুষ্ঠিত হবে। শোটির সব টিকিট আশ্চর্যজনকভাবে দুই মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। আরও সাতটি শো এর টিকিট বিক্রি এখনও বাকি। টেইলরের তৃতীয় অ্যালবাম আবির্ভাবেই সব রেকর্ড ভেঙে ফেলেছে। বিশ্বব্যাপী অ্যালবামটির মিলিয়ন কপি বিক্রি হয়েছে। এর তুমুল চাহিদার জন্য আয়োজকরা অতিরিক্ত কিছু শো করার পরিকল্পনা করছেন। শোগুলোর তারিখসহ বিস্তারিত তথ্য সুইফটসের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।