১৯৬৫ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের সময় যেসব জনগণ তাদের সম্পত্তি অবশিষ্ট রেখে দেশত্যাগ করে, তাদের সম্পত্তিকে শত্রু সম্পত্তি ঘোষণা করা হয়। স্বাধীনতার পর ১৯৭৪ সালে শত্রু সম্পত্তি আইনের নাম পরিবর্তন করে অর্পিত সম্পত্তি আইন করা হয়। কিন্তু আইনের বিধানগুলো পরিবর্তন করা হয়নি। অথচ আইনটি সংবিধানের অনুচ্ছেদ-৪২-এর সঙ্গে সাংঘর্ষিক। তা ছাড়া কোনো গণতান্ত্রিক দেশের জন্য এ ধরনের আইন কাম্য নয়। বারবার এ কালো আইনটি বাতিল করার জন্য দাবি উত্থাপিত হলেও তা করা হয়নি। এ আইনে জেলা বা উপজেলা কমিটি গঠন করার কথা বলা হয়েছে। তার পরিবর্তে ট্রাইব্যুনালের আওতায় এনে প্রকৃত মালিকদের কাছে সম্পত্তি ফিরিয়ে দেওয়া প্রয়োজন। তবে এ ব্যাপারে কোনো সরকারই তেমন গুরুত্ব দিচ্ছে না। ২০০১ সালে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন নামে নতুন একটি আইন করার উদ্যোগ নেওয়া হলেও প্রায় ১০ বছর পরও তা গেজেট আকারে প্রকাশ করা হয়নি। আইনটি প্রকাশিত হলে বিদ্যমান সমস্যার সমাধান হবে বলে মনে করি। তাই আইনটি দ্রুত গেজেটে প্রকাশ করে এর আওতায় ট্রাইব্যুনাল গঠন করে সম্পত্তির প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
শরিফ খান
আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
কুলিদের দৌরাত্ম্য
পরিবহন সেক্টরে কুলি বা লেবার খুবই সাধারণ ব্যাপার। যাত্রীদের যাত্রা সহজ ও আরামদায়ক করার জন্য লেবার বা কুলিদের প্রয়োজন আছে। কিন্তু বিভিন্ন টার্মিনালে কুলিদের দৌরাত্ম্যে সাধারণ যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। বলা যায় সাধারণ যাত্রীরা একপ্রকার কুলিদের কাছে জিম্মি।
বিশেষ করে, সড়কপথে বিভিন্ন বাসে সামান্য মালামাল পরিবহনে কুলিরা অনেক বেশি অর্থ দাবি করে থাকে। বিভিন্ন রাজনৈতিক দলের নাম ব্যবহার করে এই কুলিদের ইউনিয়ন বা সংঘ তৈরি হয়। স্থানীয় নেতাদের প্রচ্ছন্ন সমর্থন থাকায় কেউ কিছু বলতে সাহস পায় না। এ ব্যাপারে সুনির্দিষ্ট নীতিমালা ও পরিচয়পত্র থাকা উচিত।
যাত্রীদের ভোগান্তি কমানোর জন্য কুলিদের দৌরাত্ম্য হ্রাসে শ্রমিক সংগঠন, পরিবহন মালিক সমিতি এবং সরকারকে আশু পদক্ষেপ নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
সৈয়দা শারমীন আক্তার
সরকারি শাহ সুলতান
কলেজ, বগুড়া।
"সরকারি শাহ সুলতান কলেজ, বগুড়া" এর পাশাপাশী আমরাও যাত্রীদের ভোগান্তি কমানোর জন্য কুলিদের দৌরাত্ম্য হ্রাসে শ্রমিক সংগঠন, পরিবহন মালিক সমিতি এবং সরকারকে আশু পদক্ষেপ নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
বিষয় সমুহ...
বিভাগীও শহর তথ্য কনিকা
আরো কিছু গুরুত্তপূর্ণ বিষয়...
অর্পিত সম্পত্তি আইন প্রসঙ্গে
সোমবার, ১৪ মার্চ, ২০১১অন্তরভুক্ত বিষয় খোলা চিঠি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।