ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়া গ্রামে ‘এবিএফ ব্রিকস’ নামের একটি ইটভাটা গত মঙ্গলবার বন্ধ করে দেওয়া হয়েছে। ভাটার জ্বালানি কাঠ ও মণ্ড তৈরির যন্ত্র জব্দ করা হয়েছে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে ভাটার কাঁচা ইটগুলো। অবৈধভাবে ইটভাটা চালানোয় মালিকদের পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত এ অভিযানে নেতৃত্ব দেন বন ও পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুনির চৌধুরী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের নভেম্বরে ওই এলাকায় প্রায় চার একর আবাদি জমির ওপর ভাটাটি নির্মাণ করা হয়। ইট পোড়ানো শুরু হয় গত জানুয়ারি থেকে। ভাটাটির মালিক চারজন। তাঁরা হলেন আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শারেখুল হাসান, বঙ্গবন্ধু পরিষদ, কুয়েতের সাধারণ সম্পাদক শেখ আকরামুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন এবং যুবলীগের সমর্থক স্থানীয় আলফাডাঙ্গা পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আকরাম তালুকদার।
পরিবেশ অধিদপ্তর ফরিদপুরের সহকারী পরিচালক শেখ মো. নাজমুল হুদা জানান, ইটভাটাটি কোনো রকম অনুমোদন না নিয়েই চালু করা হয়েছিল। তাছাড়া আবাসিক এলাকা ও আবাদি জমিতে ইটভাটা করা যায় না, তাই এটি বন্ধ করে দেওয়া হয়েছে।
ইটভাটার অন্যতম মালিক শারেখুল হাসান বলেন, ‘আমরা ষড়যন্ত্রের শিকার। ভাটার নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম। তা প্রক্রিয়াধীন ছিল।’ আবাসিক এলাকায় ভাটা নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, ভাটার পাশে মাত্র চার-পাঁচটি বাড়ি আছে। এ ব্যাপারে তাঁদের কোনো আপত্তি ছিল না।
বিষয় সমুহ...
বিভাগীও শহর তথ্য কনিকা
আরো কিছু গুরুত্তপূর্ণ বিষয়...
আ.লীগ নেতাদের অবৈধ ভাটা বন্ধ, মালামাল জব্দ
বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১১অন্তরভুক্ত বিষয় বিশাল বাংলা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।