রাতারাতি কোটিপতি বনে যাওয়া কিছু ব্যক্তির অস্বাভাবিক সম্পদের উৎস সম্পর্কে অনুসন্ধান চালাতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বাজেট পূর্ববর্তী কর আদায় পরিস্থিতির অগ্রগতি ও করণীয় সংক্রান্ত এক বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন।
বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও এনবিআর’র চেয়ারম্যান ড. নাসিরউদ্দিন উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রী প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের সামনে এসব বিষয়ে তুলে ধরেন।
এক শ্রেণীর মানুষ রাতারাতি হাজার হাজার কোটি টাকা আয় করছে উল্লেখ করে বৈঠকে প্রধানমন্ত্রী এনবিআর কর্মকর্তাদের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, কিছু মানুষ প্রায়ই বিলাসবহুল বাড়ি-গাড়ি ব্যবহার করে থাকেন। ওই ব্যক্তিদের সনাক্ত করে তারা ঠিকমত কর দিচ্ছে কিনা তা খতিয়ে দেখতে হবে।
কর কর্মকর্তাদের সাধারণ জনগণকে হয়রানির বিষয়ে সতর্কে করে দিয়ে তিনি বলেন, সবাইকে তাদের আয়-ব্যয়ের ব্যাপারে জবাবদিহি থাকতে হবে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় কর পরিশোধ নিশ্চিত করতে হবে।
শেখ হাসিনা এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে বলেন, কর মওকুফ করার মানসিকতা অবশ্যই ত্যাগ করতে হবে। কর আদায় কীভাবে বাড়ানো যায় তার পথও খুঁজে বের করতে হবে।
জনগণকে কর দেয়ার সুফল সম্পর্কে বোঝানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, দেশে অনেক মানুষ আছেন, যারা সঠিক তথ্য না জানার কারণে কর দিতে চান না। জনগণকে বোঝাতে হবে যে, কর না দিলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।