ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী আ.লীগে কেউ নেই: মওদুদ

সোমবার, ২৮ মার্চ, ২০১১

একইসঙ্গে স্বাধীনতার ঘোষণা ও স্বশরীরে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে আওয়ামী লীগের মধ্যে এমন কেউ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রবিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে শহীদ জিয়া স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

http://rtnn.net/newsimage/sec_1/subsec_2/130123517320110327.jpg

মওদুদ আহমদ বলেন, রাজনৈতিক ক্রান্তিকালে জিয়াউর রহমান সেনা কর্মকর্তা থেকে এসে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ওই সময় জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় জাতি সঠিক নির্দেশনা পেয়েছিল।

জিয়াউর রহমানকে নিয়ে বিতর্ক সৃষ্টি করে বঙ্গবন্ধুকেও বিতর্কিত করা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার সঙ্গে আওয়ামী লীগ নেতারাই জড়িত ছিল। কারণ তাদের নেতারাই পরবর্তীতে সংসদ সদস্য, মন্ত্রী ও রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিল। বিএনপির তখনো জন্মই হয়নি।

প্রধানমন্ত্রী সংসদে অসত্য কথা বলেছেন অভিযোগ করে মওদুদ বলেন, জিয়াউর রহমান ‘মার্শাল ল’ জারি করেছিল বলে সংসদে বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা। কিন্তু বাস্তব হলো- তৎকালীন আওয়ামী লীগ নেতা খন্দকার মোস্তাক ‘মার্শাল ল’ জারি করেছিলেন।

জিয়াউর রহমান ও বঙ্গবন্ধুকে নিজ নিজ অবস্থানে রাখতে হবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোনো বিরোধ নেই।

আয়োজক সংগঠনের সভাপতি এমএ মান্নান জমাদারের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বিএনপির মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিএনপি নেতা মেজর (অব.) মোহাম্মদ হানিফ, আলম খান, আনোয়ার হোসেন মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য