ট্রাকের ধাক্কায় ঝরে গেল শিশু

রবিবার, ১৩ মার্চ, ২০১১

খালাতো ভাইয়ের জন্মদিন খালুর সঙ্গে মোটরসাইকেলে করে সিরাজদিখানে যাচ্ছিল পাঁচ বছরের শিশু সেবা আক্তার নাসরিন কিন্তু রাজধানীর চকবাজার থানার সোয়ারীঘাট এলাকা পার হওয়ার সময় বেপরোয়া ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয় রাস্তায় ছিটকে পড়ে মোটরসাইকেলের তিন আরোহী স্থানীয় লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎ সকেরা সেবাকে মৃত ঘোষণা করেন গতকাল শনিবার বিকেলে ঘটে এই মর্মান্তিক ঘটনা
পুলিশ জানায়, ঘটনার পর ট্রাক আটক করা গেলেও চালক ও চালকের সহযোগী পালিয়ে গেছেন

এ দৃশ্য দেখে মনে হবে হারানো সন্তানকে ফিরে পেয়ে বুকে চেপে ধরেছেন মা। আসলে হতভাগা এই মা চিরতরে হারি
এ দৃশ্য দেখে মনে হবে হারানো সন্তানকে ফিরে পেয়ে বুকে চেপে ধরেছেন মা।
আসলে হতভাগা এই মা চিরতরে হারিয়ে ফেলেছেন আদরের সন্তানকে।
ট্রাকের ধাক্কায় মেয়ে সেবা যে মারা গেছে তা মানতে রাজি নন মা আইরিন আক্তার।
গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছবিটি তুলেছেন জাহিদুল করিম।

সেবার খালু আবু মিয়া প্রথম আলোকে জানান, তিনি রাজধানীর ইসলামবাগ এলাকায় জুতার ডাইস তৈরি করেন সেখানেই তাঁর দোকান গতকাল ছিল তাঁর বড় ছেলে ইসরাফিলের জন্মদিন বেলা সাড়ে তিনটার দিকে তিনি সেবা ও তাঁর দোকানের কর্মচারী আসিফকে নিয়ে ইসলামবাগ থেকে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার দক্ষিণ তাচপুরের উদ্দেশে রওনা দেন তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন মাঝখানে ছিল সেবা সোয়ারীঘাট এলাকায় এলে একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দেয় এতে তাঁরা তিনজন রাস্তায় ছিটকে পড়েন হেলমেট থাকায় তিনি মাথায় আঘাত পাননি কিন্তু মাথায় গুরুতর আঘাত পায় সেবা ও আসিফ স্থানীয় লোকজন রক্তাক্ত সেবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় কর্তব্যরত চিকিৎ সক তাকে মৃত ঘোষণা করেন আসিফকে নেওয়া হয়েছে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে আসিফ আশঙ্কামুক্ত
সেবার বাবা লিয়াকত হোসেন জানান, তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে ৪৫ ইসলামবাগে থাকেন দুই সন্তানের মধ্যে সেবা বড় সে ইসলামবাগ ইসলামিয়া মাদ্রাসায় প্লে গ্রুপে পড়ত তাঁদেরও গ্রামের বাড়ি সিরাজদিখানের তাচপুরে ভায়রা আবু মিয়ার সঙ্গে তিনিও জুতার ডাইসের ব্যবসা করেন আবু মিয়ার অনুরোধেই তিনি মেয়েকে তাঁর সঙ্গে যেতে দিয়েছিলেন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে দেখা যায়, মা আইরিন আক্তারের কোলে রক্তাক্ত নিথর সেবা ‘আমার মেয়েকে কেউ নিতে পারবে না’ বলে বিলাপ করছেন উপস্থিত স্বজনেরা অশ্রুসিক্ত
যোগাযোগ করা হলে চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল আলম প্রথম আলোকে জানান, নিহতের বাবা লাশের ময়নাতদন্ত না করার জন্য লিখিতভাবে আবেদন করেছেন তাঁরা এ ব্যাপারে কোনো মামলাও করতে চাইছেন না ফলে ময়না তদন্ত ছাড়া লাশ তাঁদের দিয়ে দেওয়া হয়েছে
পারিবারিক সূত্র জানায়, রাতেই সেবার লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে
রাজধানীতে দিনের বেলা ট্রাক চলাচল বৈধ কি না জানতে চাইলে চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, ‘সোয়ারীঘাট এলাকায় মাঝেমধ্যে মাল বোঝাইয়ের জন্য ট্রাক আসে ট্রাক না চললে অ্যাক্সিডেন্ট ঘটল কীভাবে?’
এ ব্যাপারে ট্রাফিক পুলিশের কমিশনার (ডিসি দক্ষিণ) আকরাম হোসেন প্রথম আলোকে বলেন, সরকারি ছুটির সময় দিনের বেলায় ট্রাক চলাচলের নিয়ম আছে
প্রসঙ্গত, গত শুক্রবার বনানীর চেয়ারম্যানবাড়ীর সামনে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্মৃতি হায়দার (২৭) ও তাঁর মেয়ে আমেনা হায়দার (১) নিহত হয়

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য