চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাত্র ৩৭ শতাংশ বাস্তবায়িত হয়েছে। আর গত অর্থবছরের একই সময় এই বাস্তবায়নের হার ছিল ৩৯ শতাংশ।
এ বছরের এডিপির প্রকল্প-সহায়তা ব্যবহারও আশানুরূপ নয়। তবে দেশজ সম্পদের ব্যবহার পরিস্থিতি সন্তোষজনক।
আলোচ্য সময়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো ১৪ হাজার ১৭৫ কোটি টাকা খরচ করতে সমর্থ হয়েছে। আর গত অর্থবছরের একই সময় এডিপিতে বরাদ্দ করা অর্থের ৩৯ শতাংশ বা ১১ হাজার ৯০৮ কোটি টাকা ব্যয় হয়েছিল।
পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে এসব তথ্য জানা গেছে।
চলতি অর্থবছর এডিপির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩৮ হাজার ৫০০ কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ উৎ স থেকে অর্থায়ন করা হবে ২৩ হাজার ২০০ কোটি টাকা। বাকি ১৫ হাজার ৩০০ কোটি টাকা প্রকল্প সাহায্য বাবদ আসবে বলে প্রাক্কলন করা হয়েছে।
কিন্তু গত ২৬ ফেব্রুয়ারি মূল এডিপি কাটছাঁট করে ৩৫ হাজার ১৩০ কোটি টাকায় নামিয়ে এনেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। তবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এডিপি বাস্তবায়নের হিসাব করা হয়েছে মূল এডিপি ধরেই।
সংশোধিত এডিপিতে দেশীয় সম্পদের পরিমাণ অপরিবর্তিত রয়েছে। আর বিদেশি সহায়তা থেকে প্রাপ্ত অর্থের লক্ষ্যমাত্রা কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৯৩০ কোটি টাকা।
চলতি অর্থবছরের আট মাসে এডিপির জন্য ১৩ হাজার ৭৯১ কোটি টাকা ছাড় করা হয়েছে। এর বিপরীতে ১৪ হাজার ১৭৫ কোটি টাকা বা ৩৭ শতাংশ ব্যয় হয়েছে।
আলোচ্য সময়কালে এডিপিতে সরকারের নিজস্ব জোগানের অর্থের ব্যয়ের পরিমাণ ১০ হাজার ৬৩ কোটি টাকা বা এডিপির ৪৩ শতাংশ। গত বছর এর পরিমাণ ছিল এডিপির ৪১ শতাংশ বা সাত হাজার ২৪৪ কোটি টাকা।
অন্যদিকে বিদেশি সহায়তা বা প্রকল্প সাহায্য ব্যবহার পরিস্থিতি বেশ নাজক। আনুপাতিক হারে তা কমেছে। চলতি অর্থবছরের আট মাসে এডিপিতে বরাদ্দের মাত্র ২৭ শতাংশ বা চার হাজার ১১২ কোটি টাকা খরচ করা সম্ভব হয়েছে। গত অর্থবছর একই সময় এর অংশ ছিল এডিপির বরাদ্দের ৩৬ শতাংশ বা চার হাজার ৬৬৪ কোটি টাকা।
এবারের এডিপিতে বরাদ্দ পাওয়া শীর্ষ ১০টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে ছয়টিই ৩৭ শতাংশ (জাতীয় গড়) অর্থ খরচ করতে পারেনি। এগুলো হলো—বিদ্যুৎ বিভাগ (২৯ শতাংশ বা এক হাজার ৪১৪ কোটি টাকা); পানিসম্পদ মন্ত্রণালয় (২৯ শতাংশ বা ৩৯৪ কোটি টাকা); স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় (২৮ শতাংশ বা ৯৬০ কোটি টাকা); সড়ক ও জনপথ বিভাগ (২৭ শতাংশ বা ৯০৮ কোটি টাকা); জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ (১৯ শতাংশ বা ১৬৮ কোটি টাকা); এবং সেতু বিভাগ (১৬ শতাংশ বা ২০৯ কোটি টাকা)।
বিষয় সমুহ...
বিভাগীও শহর তথ্য কনিকা
আরো কিছু গুরুত্তপূর্ণ বিষয়...
অর্থবছরের প্রথম আট মাসে এডিপির ৩৭% বাস্তবায়ন
রবিবার, ১৩ মার্চ, ২০১১অন্তরভুক্ত বিষয় অর্থ ও বাণিজ্য
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।