পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১১

দেশের পুঁজিবাজার আজ বুধবারও ঊর্ধ্বমুখী ছিল। দুই স্টক এক্সচেঞ্জে সূচক বাড়ার পাশাপাশি বেড়েছে লেনদেন। তবে দিনভর সূচকের ওঠানামা ছিল চোখের পড়ার মতো।



বাজার বিশ্লেষকেরা বলছেন, বাজারে ওঠানামা থাকবে। এটাই বাজারের স্বাভাবিক নিয়ম। এতে বুঝা যায়, বাজার স্থিতিশীলতার দিকে এগোচ্ছে। তবে অতিরিক্ত ওঠা বা নামা বাজারের জন্য খারাপ লক্ষণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, আজ লেনদেনের শুরুতে সূচক সামান্য বাড়লে পাঁচ মিনিটের মাথায় ১০ পয়েন্ট নেমে যায়। এর পর সূচক ৭১ পয়েন্ট বাড়লেও বেলা সাড়ে ১১টার দিকে সূচক আবার ১০ পয়েন্ট কমে যায়। পরে কয়েকবার সূচক ওঠানামা করতে থাকে। তবে দিন শেষে সূচক ৯৩.৭৬ পয়েন্ট বেড়ে ৬৪১১.৯১ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইতে লেনদেন হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মদ্যে দাম বেড়েছে ২১৪টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট এক হাজার ৩৪৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৯৩ কোটি টাকা বেশি।
খাত অনুযায়ী বিশ্লেষণ করলে দেখা যায়, আজ বিমা খাতের ৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে সবকটির দাম বাড়ে। এ ছাড়া ব্যাংকিং খাতে ৩০টির মধ্যে ১৭টির, প্রকৌশল খাতে ২৩টির মধ্যে ২১টির, অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাতের ২১টির মধ্যে ২০টির, জ্বালানি খাতের ১১টির মধ্যে নয়টির, ওষুধ খাতের ২০টির মধ্যে ১৮টির ও বস্ত্র খাতের ২৫টির মধ্যে ২১টি প্রতিষ্ঠানের দাম বাড়ে। এ ছাড়া মিউচুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠানগুলোয় মিশ্র ভাব দেখা যায়।
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো, সিঙ্গার বাংলাদেশ, ম্যাকসন স্পিনিং, বেক্সটেক্স, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, আফতাব অটোমোবাইল, ইউনাইটেড এয়ারওয়েজ, কনফিডেন্স সিমেন্ট, গোল্ডেন সন ও কেয়া কসমেটিকস।
আজ সবচেয়ে বেশি বেড়েছে সিঙ্গার বাংলাদেশের শেয়ারের দাম। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১০ অর্থবছরে শেয়ার হোল্ডারদের জন্য ৬০০ শতাংশ নগদ ও ৭৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করায় আজ প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৩২ শতাংশের বেশি বাড়ে। এ ছাড়া সিনোবাংলা, প্রাইম ইনস্যুরেন্স, সিএমসি কামাল, কেয়া ডিটারজেন্ট, সিটি জেনারেল ইনস্যুরেন্স, ফু-ওয়াং ফুডস, পিপলস ইনস্যুরেন্স, কর্ণফুলী ইনস্যুরেন্স ও ফাইন ফুডস দাম বৃদ্ধিতে শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।
আজ সবচেয়ে বেশি কমেছে পূবালী ব্যাংকের শেয়ারের দাম। এ ছাড়া নর্দার্ন জুট, যমুনা ব্যাংক, কোহিনুর কেমিক্যাল, মুন্নু জুটেক্স, প্রিমিয়ার ব্যাংক, আইসিবি প্রথম এনআরবি মিউচুয়াল ফান্ড, প্রথম প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড, ব্যাংক এশিয়া ও ওয়ান ব্যাংক দাম কমে যাওয়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক ২১৪.৫৪ পয়েন্ট বেড়ে ১৭৯৯৬.৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে মোট ১৯৮টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৪৩টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সিএসইতে ১৩৭ কোটি টাকার লেনদেন হয়।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য