চলতি বছরেই ছয় হাজার মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন: উপদেষ্টা

বুধবার, ১৬ মার্চ, ২০১১

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই এলাহী বলেছেন, ২০১১ সালের মধ্যে ৬ হাজার মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। তবে বিদ্যুতের চাহিদা প্রতিদিনই বাড়ছে। এজন্য ২০১৩ সালের মধ্যে এ সরকার ৭ হাজার মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে।

আগামী ২০ মার্চ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও বন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২ মেঘাওয়াট কুইক রেন্টাল পৃথক দুটি প্লান্ট উদ্বোধনকে সামনে রেখে বুধবার দুপুরে উপদেষ্টা ড. তৌফিক-ই এলাহী তা পরিদর্শনে আসেন।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন- স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাত, দেশ এনার্জির চেয়ারম্যান আনিসুল হক, সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান ও পিডিবির প্রধান প্রকৌশলী।

দেশ এনার্জির চেয়ারম্যান আনিসুল হক বলেন, বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনে সরকার দেশি-বিদেশি সহায়তায় বেশ আন্তরিক। সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাউজের অভ্যন্তরে সাড়ে তিন একর পুকুর লিজ নিয়ে ভরাট করে সাত মাসের মধ্যে ১০০ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপন্ন সম্পন্ন একটি কেন্দ্র নির্মাণ করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, এতে ব্যয় হয়েছে সাড়ে চার হাজার কোটি টাকা। এ বিদ্যুৎ প্রতিদিন ন্যাশনাল গ্রিডে দেয়া হবে। একই পরিমাণ টাকা ব্যয়ে এবং সময়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জ এলাকায় ১০২ মেঘাওয়াট বিদ্যুৎ উপাদন সম্পন্ন অপর একটি কুইক রেন্টাল পাওয়ার প্লান্ট নির্মাণ করছে সামিট গ্রুপ।

আগামী ২০ মার্চ প্রধানমন্ত্রী এ বিদ্যুৎ কেন্দ্র দুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন এবং বন্দর উপজেলার হরিপুর এলাকায় আরো একটি কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

পরে বিকালে তিনি মদনগঞ্জ নদীর পাড়ে একটি জনসভায় ভাষণ দেন।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য