বিশ্বকাপ ক্রিকেটের ‘স্বাগত গান’ নিয়ে অ্যালবাম

রবিবার, ১৩ মার্চ, ২০১১

‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে/ ও পৃথিবী তোমায় জানাই স্বাগত এই দিনে’—বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের এই স্বাগত গানটি নিয়ে এবার অ্যালবাম তৈরি হচ্ছে। জানা গেছে, বিশ্বকাপ ক্রিকেটের মধ্যেই অ্যালবামটি শ্রোতারা হাতে পাবেন। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন এবং কণ্ঠ দিয়েছেন ইবরার টিপু। তিনি জানান, এরই মধ্যে চারটি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে অ্যালবামটি প্রকাশের ব্যাপারে আলোচনা হয়েছে। দু-এক দিনের মধ্যেই সবকিছু চূড়ান্ত হবে। গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন অর্ণব, বালাম, মিলা, এলিটা, কণা, রিজভি ওয়াহিদ ও সাব্বির। কথা লিখেছেন জুলফিকার রাসেল।
পুরো অ্যালবামে কি শুধু এই একটি গানই থাকবে?

ইবরার টিপু
ইবরার টিপু

ইবরার টিপু বললেন, ‘শুরুতেই থাকবে এই গান। আমার নিজের গাওয়া আরও আটটি গান সম্পূর্ণ তৈরি আছে। ওগুলো একেবারেই মেলোডি ধাঁচের। হিপহিপ আবার ক্লাসিক্যাল এবং সুফি ঘরানার গানও গেয়েছি। সব মিলিয়ে হবে পুরো অ্যালবামটি। তবে বুঝতেই পারছেন, সবার আকর্ষণ থাকবে বিশ্বকাপ ক্রিকেটের স্বাগত গানটির দিকেই।’
এদিকে বিশ্বকাপ ক্রিকেটের স্বাগত গানটির মিউজিক ভিডিও তৈরি করছে চ্যানেল আই। টিপু জানান, বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানে গানটির শুটিং হচ্ছে। এরই মধ্যে দৃশ্য ধারণ করা হয়েছে কক্সবাজার, সুন্দরবন ও ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার, অপরাজেয় বাংলা, জাতীয় স্মৃতিসৌধসহ নানা দর্শনীয় স্থানে। গতকাল শনিবার ছিল দৃশ্য ধারণের শেষ দিন। কয়েক দিনের মধ্যেই টিভির পর্দায় দেখা যাবে এই মিউজিক ভিডিওটি।
টিপু বলেন, ‘বাংলাদেশকে বিশ্বের কাছে আকর্ষণীয়ভাবে তুলে ধরার সব চেষ্টাই করা হচ্ছে গানটি দিয়ে। মিউজিক ভিডিওটির মধ্য দিয়ে সবাইকে বাংলাদেশে আসার জন্য আহ্বান জানানো হবে। বিভিন্ন দেশের উড়োজাহাজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগমুহূর্তে দেখানো হবে মিউজিক ভিডিওটি।’
মিউজিক ভিডিওটি পরিচালনা করছেন অপু মাহফুজ।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য