প্রধানমন্ত্রীর কাছে যুক্তরাষ্ট্র কংগ্রেসের ২৬ সদস্যের চিঠি

সোমবার, ১৪ মার্চ, ২০১১

গ্রামীণ ব্যাংকের স্বাতন্ত্র্য অক্ষুণ্ন এবং সম্মানজনকভাবে মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিরোধ মীমাংসার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের ২৬ জন সদস্য। ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদেরের মাধ্যমে তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো চিঠিতে এ আহ্বান জানান।
চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে যুক্তরাষ্ট্র কংগ্রেসের সদস্যরা বলেন, ‘বাংলাদেশ ককাসের সদস্য হিসেবে গ্রামীণ ব্যাংকের পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অপসারণের খবরে আমরা বিচলিত।’

মুহাম্মদ ইউনূস
মুহাম্মদ ইউনূস

চিঠিতে বলা হয়, বিগত কয়েক বছরে দুর্নীতি, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, আইনের শাসন ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশে যে ইতিবাচক অগ্রগতি সাধিত হয়েছে, তার কৃতিত্বের দাবিদার সরকার ও জনগণ। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, ইউনূসের সঙ্গে সৃষ্ট এ বিরোধ বাংলাদেশের উল্লেখিত সাফল্যকে অনেকটা ম্লান করে দিয়েছে। অনিশ্চয়তা দেখা দিয়েছে বিশ্বব্যাপী সমাদৃত ও স্বীকৃত গ্রামীণ ব্যাংকেও। জামানত ছাড়া ঋণপ্রাপ্তির সুবিধা চালু করে মুহাম্মদ ইউনূস দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে বিরাট ভূমিকা রেখেছেন।
চিঠিতে কংগ্রেসের সদস্যরা বলেন, ‘কয়েক মাস থেকে আমরা আমাদের এই উদ্বেগের বিষয়টি বাংলাদেশ সরকারকে বারবার অবহিত করেছি। তবে তা সত্ত্বেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।’ এ জন্য গ্রামীণ ব্যাংকের স্বাতন্ত্র্য অক্ষুণ্ন রাখতে মুহাম্মদ ইউনূসের সঙ্গে একটি সম্মানজনক সমঝোতায় পৌঁছার আহ্বান জানান তাঁরা।
বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ককাসের কো চেয়ারম্যানদ্বয় জোশেফ ক্রাউলি ও গ্যারি একারম্যান, ক্যারোলিন বি মেলোনি, এলিয়ট অ্যাঞ্জেল, এন্থনি ওইনার, জেরোল্ড নাদলার, জর্জ ডব্লিউ মিক্স, ফ্যাঙ্ক পেলোনি, বিল পাসক্রেল, রাস হল্ট, জিম ম্যাকডারমেট, রিচার্ড লারসেন, থমাস পেট্রি, এড রয়েস, মাইকেল ক্যাপাউনো, উইলিয়াম ডি ডেলাহান্ট, রবার্ট আই ওয়েক্সলার, কারেন ম্যাকার্থি, জেনিফার ডান, সিলভাস্ট্রি রেইস, ডেভিড উ, ডেভিড প্রাইস, শিলা জ্যাকসন লি, ক্রিস ভ্যান হোলেন, জিম মোরান ও ব্র্যাড শেরম্যান।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য