প্রেম নিয়ে রহস্য করা বলিউডের তারকাদের নিয়মিত ঘটনা হয়ে গেছে। অবশ্য অনেকেই প্রকাশ্যে প্রেমও করছেন। কিন্তু প্রেম নিয়ে রহস্যর খেলায় এবার যুক্ত হলেন বলিউডের গুণী অভিনেত্রী কাজলের ছোট বোন হালের জনপ্রিয় অভিনেত্রী তনিশা মুখার্জী। তাকে প্রায়ই মুম্বইয়ের বিভিন্ন স্পটে দেখা যাচ্ছে একটি ছেলের সঙ্গে।
তাও আবার ঘনিষ্ঠ অবস্থায়। অর্থাৎ পুরো প্রেমিক-প্রেমিকা যুগলের মতো। প্রায়ই তারা সময় কাটাচ্ছেন বিভিন্ন্ন ক্যাফে ও রেস্টুরেন্টে। এ সময় তারা একে অপরের হাত ধরাধরি করে বসে থাকতে দেখা যাচ্ছে। শুধু তাই, মাঝে মাঝে চুম্বন করছেন একে অপরকে। একজন অন্যজনকে বিদায় সময় ঘনিষ্ঠ আলিঙ্গনও করছেন। এটা সাধারণ প্রেমিক-প্রেমিকার মতো আচরণ হলেও এটাকে কিছুতেই প্রেম বলে স্বীকার করতে চাইছেন না তনিশা। সমপ্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকরা তাকে তার প্রেমিক সম্পর্কে জানতে চাইলে তানিশা অস্বীকার করেন প্রেমের ব্যাপারে। তিনি বলেন, আমানের সঙ্গে আমার একটা ভাল সম্পর্ক। সেটা বলতে পারেন ঘনিষ্ঠ বন্ধুর মতোই। এর বেশি কিছু নয়। সে কখনওই আমার প্রেমিক নয়। সেও কিন্তু আমাকে ভাল বন্ধু মনে করে। ঘনিষ্ঠতা প্রসঙ্গে তানিশা বলেছেন, এটা এমন কিছুই করিনি। এতো হতেই পারে। এদিকে তানিশা-আমানের সঙ্গে তার সম্পর্কে নেহায়েত বন্ধুত্ব হিসেবে চালিয়ে দিতে চাইলেও তার মধ্যে মেশার ধরন দেখে সবাই তানিশার এ বক্তব্যকে হেঁয়ালী মনে করছেন। বলিউডে তার ঘনিষ্ঠজনরা পর্যন্ত এই সম্পর্ক নির্ঘাত প্রেমের সম্পর্ক তাতে বিন্দুমাত্র সন্দেহ পোষণ করছেন না।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।