১৯৮৩ সালে বাংলাদেশ কলেজ অব এগ্রিকালচার সায়েন্সেস নামে প্রথম প্রতিষ্ঠিত হয়। পরে এটিকে উন্নীত করা হয় পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউটে। পরে এর নামকরণ করা হয় ইনস্টিটিউট অব পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ ইন এগ্রিকালচার (আইপিএসএ) নামে। পরে ১৯৯৮ সালে বাংলাদেশ সরকার, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় এটিকে পুরোপুরি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক মো. আবদুল মান্নান আকন্দ। এখানে চারটি অনুষদ, ২১টি বিভাগ, তিনটি আবাসিক হল, ৭৮ জন শিক্ষক, ৫৩৫ জন শিক্ষার্থী রয়েছে।
অনুষদ: গ্র্যাজুয়েট স্টাডিজ, কৃষি, ফিশারিজ, প্রাণিবিজ্ঞান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়
বিভাগ: এগ্রি বিজনেস, এগ্রিকালচারাল ইকোনমিকস, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচারাল এক্সটেনশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এগ্রোফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট, এগ্রোনোমি, এগ্রোপ্রসেসিং, এনিমেল সায়েন্স, এক্যুয়াকালচার, বায়োকেমিস্ট্রি, বায়ো এনভায়রনমেন্টাল সায়েন্স, বায়োটেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, ক্রপ বোটানি, এনটোমোলজি, ফিশারিজ বায়োলজি অ্যান্ড অ্যাকুয়াটিক এনভায়রনমেন্ট, ফিশারিজ ম্যানেজমেন্ট, ফিশারিজ টেকনোলজি, জেনেটিকস অ্যান্ড ফিশ ব্রিডিং, জেনেটিকস অ্যান্ড প্লান্ট ব্রিডিং, হর্টিকালচার, প্লান্ট প্যাথোলজি, সয়েল সায়েন্স, স্ট্যাটিসটিকস, সিড সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিট।
আবাসিক হল: বিএস হল ও পোস্ট গ্র্যাজুয়েট হল।
যেসব ডিগ্রি দেওয়া হয়: ব্যাচেলর প্রোগ্রাম, মাস্টার্স প্রোগ্রাম, এমফিল প্রোগ্রাম ও পিএইচডি প্রোগ্রাম।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে বিএস অনার্স ইন এগ্রিকালচার এবং ফিশারিজে ভর্তির ক্ষেত্রে প্রার্থীকে এসএসসি ও এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে পাস করতে হবে। প্রতি বছর এই দুটি বিভাগে ১৪৫ জন শিক্ষার্থী ভর্তি করা হয়ে থাকে। ভর্তির জন্য আবেদনপত্র সংগ্রহ করতে হয়। বর্তমান সময়ে এখানে ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ ওয়ার্ড ও মুক্তিযোদ্ধা কোটা এবং ৩ শতাংশ উপজাতি কোটা থেকে শিক্ষার্থী ভর্তি করা হয়। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ১০০ নম্বরের ভিত্তিতে এমসিকিউ পদ্ধতিতে। পরীক্ষার্থীদের মেধাতালিকা তৈরি হয় ভর্তি পরীক্ষা, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে।
যোগাযোগ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, সালনা, গাজীপুর-১৭০৬, বাংলাদেশ। ফোন: ০২৯২০৫৩২৩, ০২৯২০৫৩১০-১৪; ফ্যাক্স: ০২-৯২০৫৩৩৩ ই-মেইল: registrar@bsmrau.edu.bd ও info@bsmrau.edu.bd; ওয়েবসাইট: www.bsmrau.edu.bd
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।