হল্যান্ডকে চেপে ধরেছেন সাকিবরা

সোমবার, ১৪ মার্চ, ২০১১

বাংলাদেশের বোলাররা চেপে ধরেছেন হল্যান্ডের ব্যাটসম্যানদের। শফিউল ও রুবেলের পেস বোলিংয়ের পাশাপাশি রাজ্জাক, সাকিব ও সোহরাওয়ার্দীর স্পিনে ডাচদের একটু দিশেহারাই মনে হচ্ছে। ৩৫ ওভারে তাঁদের সংগ্রহ ৫ উইকেটে ১২১ রান।

http://www.bdreport24.com/wp-content/uploads/2011/02/129026.jpg

বাংলাদেশের পক্ষে প্রথম আঘাত হানেন অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর বলে এলবিডাব্লিউ হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন বারেসি। এরপর রাজ্জাকের বলে হাই ক্যাচ দিয়ে ফেরেন মুদাসসর বুখারি। এছাড়া সোয়ারজিনস্কি ও কুপার হয়েছেন রান আউট। ৩৪তম ওভারে শোহরাওয়ার্দি শুভর প্রথম বিশ্বকাপ উইকেটের শিকারে পরিণত হয়ে ফিরে গেছেন অ্যালেক্সেই কারভেজি। ব্যক্তিগত ২০ রান নিয়ে উইকেটে রয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে শতরানের মালিক রায়ান টেন ডেসকাট। ২ রান নিয়ে ব্যাট করছেন টম ডি গ্রুথ।

http://www.bangladesh-pratidin.com/admin/news_images/316/image_316_55557.jpg

দিনের শুরুতে বল হাতে দুরন্ত সূচনা করেন ইংল্যান্ডের বিপক্ষে জয়ের অন্যতম নায়ক শফিউল ইসলাম। তাঁর প্রথম দুই ওভারের প্রায় প্রতিটি বলই ছিল উইকেট পাওয়ার মতো। আউট সুইং বোলিংযের অনুপম প্রদর্শনী দেখিয়ে তিনি ৬ ওভার বল করে মাত্র ৭ রান খরচ করেছেন। তবে, শফিউলের দুর্ভাগ্য যে তিনি কোনো উইকেট পাননি। অপর পেসার রুবেল হোসেনও দারুণ বল করছেন। তাঁর করা ৪ ওভারে হল্যান্ড রান তুলতে পেরেছে মাত্র ৭।
সকালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় হল্যান্ড।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য