‘ক্ষুদে গানরাজ’ পড়শী চলচ্চিত্রে প্রথম গান করেন ‘চাচ্চু আমার চাচ্চু’ ছবিতে। আর ক্লোজআপ ওয়ান তারকা কিশোর গান করেন ‘শুভবিবাহ’ ছবিতে। এটিতে কিশোর গেয়েছিলেন সাবিনা ইয়াসমিনের সঙ্গে। দুজনেই বেশ কয়েকটি চলচ্চিত্রের গান করলেও একসঙ্গে কখনো কাজ করা হয়নি তাঁদের। এবারই প্রথম এই দুই উঠতি তারকা একসঙ্গে চলচ্চিত্রের গান করতে যাচ্ছেন। সুমন কল্যাণের সংগীত পরিচালনায় খুব শিগরিরই গানটিতে তাঁরা কণ্ঠ দেবেন। চলচ্চিত্রটির নাম ‘মোস্ট ওয়েলকাম’। পরিচালনা করছেন অনন্য মামুন। গানের কথা ‘অধোর ছুঁয়ে অবোধ শিশির/তোমার ছোঁয়া পেতে আছি অধীর।’ লিখেছেন জাহিদ আকবর। চলচ্চিত্রে সুমন কল্যাণের সংগীত পরিচালনায় এটি প্রথম গান।
কিশোর-পড়শী
পড়শী বলেন, ‘অনেক ভালো লাগছে। সুমন কল্যাণের সঙ্গে আমার পরিচয় ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার সময়। তখন উনি ছিলেন বিচারক আর আমি ছিলাম প্রতিযোগী। তখন থেকে উনি আমাকে যথেষ্ট স্নেহ করতেন। এমনকি বিভিন্ন সময় গান নিয়ে নানা উপদেশও দিতেন। এবার তাঁর সঙ্গে কাজ করতে যাচ্ছি। ভালো লাগার পাশাপাশি কিছুটা ভয়ও লাগছে।’
পড়শী আরও বলেন, ‘কিশোর ভাইয়ার সঙ্গে চলচ্চিত্রে এটি আমাদের প্রথম কাজ। গানের কথা অনেক চমত্কার। সবকিছু মিলে ভালো একটা গান হবে বলে মনে করছি।’
কিশোর বলেন, ‘ক্লোজআপ ওয়ান হওয়ার পর অনেকেরই সঙ্গে গান করেছি। ক্ষুদে গানরাজ পড়শীর সঙ্গে কাজ করা হয়নি। আশা করছি, আমাদের দুজনের চলচ্চিত্রের এ গানটি শ্রোতারা ভালোভাবেই গ্রহণ করবে।’
জানা গেছে, এটি মোস্ট ওয়েলকাম চলচ্চিত্রের শেষ গান।
অনন্য মামুন পরিচালিত মোস্ট ওয়েলকাম ছবিতে অভিনয় করছেন ভারতের স্নেহা উলাল, শারদ কাপুর ও রাধিকা। বাংলাদেশের অভিনয়শিল্পীদের মধ্যে আছেন রাজ্জাক, সোহেল রানা, আলমগীর ও মিশা সওদাগর।
ছবিটি সামনের ঈদে মুক্তি পাবে বলে জানা গেছে।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।