সুপার পপস্টার মাইকেল জ্যাকসন
না ফেরার দেশে চিরকালের মতো চলে গেলেও সংবাদ তৈরিতে পিছিয়ে নেই সুপার পপস্টার মাইকেল জ্যাকসন। মৃত্যুর পরেও তার জনপ্রিয়তা আকাশচুম্বী। সেই জনপ্রিয়তা ফের প্রমাণ পাওয়া গেলো 'কিং অব পপ' মাইকেল জ্যাকসনের পোশাক নিয়ে এক নিলামে। ১৯৮০ সালের বিশ্ব মাতানো অনুষ্ঠানের সময় জ্যাকসনের ব্যবহৃত টুপি ও গল্গাভসের মতো পোশাক বেভারলি হিলসের 'জুলিয়েনস অকসনে' বিক্রি হয়েছে চার লাখ ডলারে। নিলামের দিন সঙ্গীতশিল্পীর স্মৃতিবিজড়িত মোট ১০০টি বস্তু হাজির করা হয়েছিল।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।