জাপানের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানার পর বড়ো ধরনের সুনামির সৃষ্টি হয়েছে৻
ভূমিকম্প ও সামুদ্রিক জলোচ্ছাসের ফলে কোথাও কোথাও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৻
টেলিভিশনে প্রচারিত ছবিতে ওনাহামা শহরে জলের তোড়ে গাড়ি, ট্রাক, জাহাজ এবং বাড়িঘরগুলোকে খেলনার মতো ভেসে যেতে দেখা যাচ্ছে৻
আরো কিছু জায়গা পানিতে ডুবে গেছে৻

ঊপকূলবর্তী বিভিন্ন জনপদ, মিয়াগি, ফুকুসিমা এবং বড় শহর, সেন্ডাই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত৻
সেন্ডাইতে বিমান বন্দরের রানওয়েতেও গাড়ি পৌঁছে যায় ঢেউয়ের ধাক্কায়৻
আগুন ধরে যায় নগরকেন্দ্রে৻
মিয়াগিতে ওনাগাওয়া পারমানবিক কেন্দ্রেও আগুন ধরে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং কর্তৃপক্ষ ওখানে জরুরী অবস্থা জারী করেছে৻
তবে জাপানের প্রধান মন্ত্রী নাওতো কান বলেছেন কেনো তেজষ্ক্রীয় পদার্থ ছড়িয়ে পড়েনি৻
আঞ্চলিক সতর্ক বার্তায় বলা হয়েছে জলোচ্ছাসের উচ্চতা ৬ মিটার পর্যন্ত হতে পারে৻
বলা হয়েছে যে এই সুনামি ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া এবং রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূল পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে৻
এই পরিস্থিতিতে জাপানের উপকূলবর্তী লোকজনকে উঁচু এলাকায় চলে যেতে বলা হয়েছে৻
যুক্তরাষ্ট্রে ভূতত্ব জরিপ প্রতিষ্ঠান জিওলজিক্যাল সার্ভে বলছে, ভূমিকম্পের মাত্রা ছিলো ৮ দশমিক ৯৻ ভূমিকম্পের কেন্দ্র ছিল জাপানের পূর্ব উপকূল থেকে ১৩০ কিলোমিটার দূরে৻
রাজধানী টোকিওতেও অনেক জায়গায় ভূমিকম্পের আঘাত অনুভূত হয়েছে৻ কোথাও কোথাও আগুন ধরে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে৻
এখনও পর্যন্ত অন্তত ৯০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে৻
রাজধানীর কাছে একটি তেল পরিশোধনাগারে দাউ দাউ করে আগুন জ্বলছে৻
ভূমিকম্পের পর সারাদেশে দ্রুত গতির বুলেট ট্রেনের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে৻

0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।