প্রাথমিক তদন্তের পরে পুলিশ মনে করছে যে বৈধ নথিপত্র না থাকলেও লাইবেরিয়া থেকে জাহাজে তোলা ওই অস্ত্রগুলি সম্ভবত জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে অংশগ্রহনকারী পাকিস্তানী সেনাদের৻
লাইবেরিয়া থেকে ওই অস্ত্র ও গোলাবারুদ এজিয়ান গ্লোরি নামের জাহাজটিতে চাপানো হয় এবং সেটি কলকাতায় আসার আগে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে গিয়েছিল৻ কলকাতা হয়ে জাহাজটির করাচি যাওয়ার কথা ছিল৻
পশ্চিমবঙ্গের পুলিশ জানিয়েছে সমস্ত মালপত্র নামিয়ে তল্লাশির জন্য জাহাজটিকে কলকাতা বন্দরে নিয়ে আসা হয়েছে৻ জাহাজের ক্যাপ্টেনকে জিজ্ঞাসাবাদের জন্য তীরে নামিয়ে আনা হয়েছে, যদিও অন্য নাবিকরা জাহাজেই রয়েছেন৻
শুক্রবার বিকেল থেকে ডায়মন্ড হারবারের কাছে ওই জাহাজটি নোঙ্গর করিয়ে তল্লাশি আর নাবিকদের জিজ্ঞাসাবাদ চলছিল৻
তাঁদের জেরা করে পুলিশ, সীমা-শুল্ক, নৌবাহিনী আর উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তারা প্রাথমিক ভাবে মনে করছেন যে পাকিস্তানী, বাংলাদেশী ও নেপালী সেনাবাহিনীর যে সব সদস্য লাইবেরিয়ায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে গিয়েছিলেন, তাদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে ওইসব বাহিনীর অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ ফেরত দিতেই এসেছে ওই জাহাজটি৻
চট্টগ্রামে বাংলাদেশী সেনাদের অস্ত্র নামিয়ে কলকাতায় আসছিল নেপালী সেনাদের অস্ত্র ফেরত দিতে৻
কিন্তু পাকিস্তানী বাহিনীর এক মেজরের নামে যে কন্টেইনার দুটি জাহাজে রয়েছে, সেগুলির কোনও বৈধ নথি এখনও হাতে পায়নি পুলিশ৻
জাহাজের এসব অস্ত্র বৈধভাবে করাচিতে যাচ্ছিল না পাচার হচ্ছিল– সে সব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
বিষয় সমুহ...
বিভাগীও শহর তথ্য কনিকা

আরো কিছু গুরুত্তপূর্ণ বিষয়...
পাকিস্তানের করাচিতে প্রচুর অস্ত্র আর গোলাবারুদ নিয়ে যাওয়ার পথে একটি বিদেশী জাহাজকে ভারতের পশ্চিমবঙ্গের প্রশাসন আটক করেছে
শনিবার, ১২ মার্চ, ২০১১সূত্রঃ বিবিসি বাংলা
অন্তরভুক্ত বিষয় বহির বিশ্ব
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।