সাকিবের প্রত্যাশা একটি জয়!

শনিবার, ৯ এপ্রিল, ২০১১

তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল শনিবার মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় খেলা শুরু হবে। সিরিজে অন্তত একটি ম্যাচ জিততে চাইছে বাংলাদেশ। আর অস্ট্রেলিয়ার লক্ষ্য স্বাগতিক বাংলাদেশকে হোয়াইটওয়াশ করা।

শুক্রবার মিরপুর জাতীয় স্টেডিয়ামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দুদলের অধিনায়ক এসব কথা জানান।

http://rtnn.net/newsimage/sec_4/subsec_11/130227921420110408.jpg

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘এই সিরিজে ভালো কিছু করার তাগিদ অল্প হলে হবে না। অনেক ভালো করতে হবে। কারণ বিশ্বকাপে ব্যাটিংয়ে আমরা ধারাবাহিক ছিলাম না। এই জায়গাটাতে উন্নতি করার যথেস্ট সুযোগ রয়েছে, করা উচিত এবং আমি মনে করি সম্ভব।’

অস্ট্রেলিয়া-বাংলাদেশ দুটি দলের শক্তির বিচারে স্পষ্ট তারতম্যের কথা স্বীকার করে তিনি বলেন, ‘পরিষ্কারভাবেই বলা যায় জয়-পরাজয়ের ব্যবধান ৩-০। তারপরও আমার মনে হয়- একটি ম্যাচ আমরা জিততেই পারি। এ ধরনের প্রত্যাশা সবার আছে এবং আমরা বিশ্বাস করি এটা হওয়া অসম্ভব কিছু নয়।’

বিশ্বকাপের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজেও মাশরাফি ইস্যু জিইয়ে আছে। শনিবারের ম্যাচের আগে ১৪ সদস্যের দলে তাকে রাখা হয়েছে। তবে মূল একাদশে খেলবেন কীনা তা সাকিবের কথাতেও নিশ্চিত হওয়া যায়নি। অবশ্য মাশরাফি নিজেই এই সিরিজে নিজেকে আনফিট বলে আসছেন গত কয়েকদিন ধরেই।

সাকিব যেমনটি বললেন, ‘হ্যাঁ, উনি (মাশরাফি) ১৪ সদস্যের দলে আছেন। বড় কথা হলো- উনি টিমের সঙ্গে থাকলে সব সময়ই ম্যাচ খেলেছেন। দলে ভালো ভূমিকা রেখেছেন। আশা করছি, পরিপূর্ণ দল ম্যাচের দিন সকালেই বোঝা যাবে। এখনই তার ব্যাপারে বলাটা মুশকিল।’

দলের পরিবর্তন সম্পর্কে তিনি বলেন, ‘না তেমন পরিবর্তন হচ্ছে না বিশ্বকাপের দল থেকে। একটি পরিবর্তন আসতে পারে। তবে সব কিছু এখনও নিশ্চিত নয়।’

অধিনায়ক হিসাবে জয়ের রেকর্ড মাইকেল ক্লার্কের পক্ষে কথা বললেও সেসবই ছিল রিকি পন্টিংয়ের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেয়া। এবারই প্রথম তিনি দলের পূর্ণাঙ্গ অধিনায়ক। আর বিশ্বকাপের পরাজয় ভুলে এই সিরিজেই নিজেদের জাত চেনাতে চান তিনি।

মিরপুরের সংবাদ সম্মেলনে ক্লার্ক ৩-০ ব্যবধানেই সিরিজ জিততে চান বলে জানান। বলেন, ‘অস্ট্রেলিয়া এখনো বিশ্বের এক নম্বর দল। কাজেই আমরা আশা করছি খুব সহজেই এ সিরিজটি ৩-০ ব্যবধানেই জিততে পারব।’

কারণ হিসাবে তিনি একমাত্র প্রস্তুতি ম্যাচে দলের ব্যাটিং এবং বোলাররা ভালো করেছেন বলে জানান।

ক্লার্ক বলেন, ‘আমরা জানি, স্বাগতিকদের বিপক্ষে আমাদেরকে একগাদা স্পিনারকে মোকাবিলা করতে হবে। এ নিয়ে ছেলেরা তেমন চিন্তিত নন। কারণ দীর্ঘদিন এই খেলার সঙ্গে থেকে সবাই এসবে অভ্যস্ত।’

কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শেষ করে চারবারের বিশ্বসেরারা। এরপর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নতুন অধিনায়ক মাইকেল ক্লার্কের নেতৃত্বে গত ৪ এপ্রিল ঢাকায় আসে অসিরা।

দুদলের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ:

সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল (সহ অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইমরুল কায়েস, আব্দুর রাজ্জাক, শাহরিয়ার নাফিস/রকিবুল হাসান, অলক কাপালী/শুভাগত হোম, মাহমুদুল্লাহ রিয়াদ/সোহরাওয়ার্দী শুভ, শফিউল ইসলাম, রুবেল হোসেন/মাশরাফি বিন মর্তুজা।

অস্ট্রেলিয়া:

মাইকেল ক্লার্ক (অধিনায়ক), শেন ওয়াটসন (সহ অধিনায়ক), রিকি পন্টিং, ব্র্যাড হ্যাডিন (উইকেটরক্ষক), মাইক হাসি, ক্যামেরন হোয়াইট, জেভিয়ের ডোহার্টি, ব্রেট লি, মিচেল জনসন, জন হাস্টিং ও স্টিভেন স্মিথ।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 
PlugIn.ws - Free Hit Counter, Web Site Statistics, Traffic Analysis