আর বেশি দিন অপেক্ষা নয়, ২০২৫ সাল নাগাদই শব্দের চেয়ে ৮৫ শতাংশ বেশি দ্রুতগামী বিমান চালু করবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। অন্তত এমনই পরিকল্পনা রয়েছে তাদের। আর তাদের এই উচ্চকাক্সক্ষী কর্মযজ্ঞে হাত লাগিয়েছে লকহিড মার্টিন, নর্থরুপ গ্রুম্যান এবং বোয়িং। এই ৩ বিমান নির্মাতা প্রতিষ্ঠানই জিতে নিয়েছে নাসার এ স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার কন্ট্রাক্ট। চুক্তি অনুযায়ী চলতি ২০১১ সালের মধ্যেই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই ‘সুপার প্লেনের’ প্রতিরূপ তৈরি এবং তা বাস্তবে পরীক্ষাও করতে হবে। এ ৩টি প্রতিষ্ঠানের নির্মিত ৩টি বিমানের মধ্যে গতি, জ্বালানি সাশ্রয়, শব্দ দূষণ, বহন ক্ষমতার দিক থেকে সর্বোত্তম বিমানের নির্মাতা প্রতিষ্ঠানই পাবে নাসার শত হাজার কোটি টাকার প্রকল্প। ডেইলি মেইল।
নাসার পক্ষ থেকে জানানো হয়, শুধু যে দ্রুতগামী তা-ই নয়, এই সুপার প্লেন হবে অবিশ্বাস্য রকম জ্বালানি সাশ্রয়ী। একবার জ্বালানি নিয়ে একটানা ৭ হাজার মাইল পাড়ি দিতে পারবে এটি।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।