বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ অভিযোগ করেছেন, পুঁজিবাজার কেলেঙ্কারির সঙ্গে ক্ষমতাসীন দলের নেতারা জড়িত বলেই সরকার এটাকে ধামাচাপা দিতে চাইছে।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
হান্নান শাহ বলেন, ‘এই কেলেঙ্কারির আসল হোতারা বর্তমান সরকারের লোক। অর্থমন্ত্রী সেটা স্বীকার করে বলেছেন, এদের নাম প্রকাশ করলে নাকি তাদের সম্মানহানি হবে।’
তিনি প্রশ্ন রাখেন, ‘দেশের সম্পদ লুট করে নিয়ে যাবে অথচ তাদের সম্মান নিয়ে আপনারা ভাবছেন?’
মধ্যবর্তী নির্বাচন জরুরি হয়ে পড়েছে উল্লেখ করে হান্নান শাহ বলেন, সরকারের এজেন্ডা হচ্ছে প্রতিবেশী দেশের স্বার্থরক্ষা করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয়া। দেশের স্বার্থ বিকিয়ে ব্যক্তিস্বার্থ উদ্ধার করা।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ, সাবেক পরিকল্পনা সচিব জাফর আহম্মদ চৌধুরী, বিএফইউজে মহাসচিব শওকত মাহমুদ, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দীন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক আব্দুল জলিল প্রমুখ।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।