দিন বদলাবে? বদলাবে দিন? বদলাও তবে নিজেকে
তোমাকে দেখেই শিখবে মানুষ দিন কতটুকু বদলাবে।
‘আপনি আচরি পরেরে শেখাও’ চিরায়ত এই সত্য
কথা ও কাজে মিল যদি থাকে দিন বদলাবে নিত্য।
দিন বদলাবে, বদলাও তবে পুরনো স্বভাব, মূল্যবোধ আর চেতনা
দেশপ্রেমের আগুনে পোড়াও লোভ ও লালসা, ক্ষমতার যতো বাসনা।
দিন বদলাবে বদলাবে দিন বদলাও তবে রাজনীতি
রাজনীতি হোক কলুষমুক্ত জাদুঘরে যাক দুর্নীতি।
রাজনীতি নয় অর্থাগমের উপায় কিংবা বাঁদরের পিঠা ভাগাভাগি
রাজনীতি হোক সহিষ্ণু পথে দেশহিত-ব্রত, নিষিদ্ধ হোক হানাহানি।
দিন বদলাবে, বদলাবে দিন বদলাও তবে দলবাজী
দল হোক তবে গণতন্ত্রের পাঠশালা আর মুক্তিমন্ত্রে জানবাজী।
মুক্তিযুদ্ধের চেতনায় করো শানিত তোমার স্বপ্নজয়ের সাধনা
দেশ বদলাবে, দিন বদলাবে জয়ী হবে মানবিক যতো বাসনা।
তুমি আমি যদি নাও পারি, দিন বদলাবে দিন বদলের নিয়মে
তুমি আমি যাবো আস্তাকুঁড়ে, দিন বদলাবে নবপ্রজন্ম সম্ভবে।
দিন বদলাবে, বদলাবে দিন প্রতিজ্ঞা ঘরে ঘরে
কোটি প্রাণ আজ ঐক্যবদ্ধ দিন বদলের এক সুরে।
বিষয় সমুহ...
বিভাগীও শহর তথ্য কনিকা
আরো কিছু গুরুত্তপূর্ণ বিষয়...
দিন বদলাবে
মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১১অন্তরভুক্ত বিষয় কবিতা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।