ফেসবুক হ্যাকিং এর প্রতিরোধ মূলক ব্যবস্থা!

বুধবার, ৬ এপ্রিল, ২০১১

বর্তমান সময়ের একটি আলোচিত বিষয় ফেসবুক হ্যাকিং তিল তিল করে গড়ে উঠা ফেসবুক পরিবার নিমিষেই ভেঙ্গে যাচ্ছে হ্যাকিং এর কবলে পড়ে কিন্তু অনেকেরই জানা নেই, সামান্য কিছু সাবধানতা অবলম্বন করলেই এসব হ্যাকিং থামানো সম্ভব ফেসবুক হ্যাকিং থেকে বাচার প্রথম উপায় হল ফেসবুক সংশ্লিষ্ট মেইল এবং মূল ফেসবুকের পাসওয়ার্ড ভিন্ন রাখা হ্যাকাররা হ্যাকের পরই প্রথম লক্ষ থাকে ই-মেইল এড্রেস টা বদলে ফেলা আর কোনক্রমে ই-মেইল এড্রেসটি বদলে ফেলতে পারলে আর হ্যাকিং হওয়া ফেসবুক অ্যাকাউন্টটি পূনরুদ্ধার করা খুবই কঠিন হয়ে যায় কারন হ্যকিং হওয়ার পর অ্যাকাউন্টটি পূনরুদ্ধার করার একমাত্র উপায় হল ই-মেইল এড্রেস

http://www.blog.techtodaybd.com/wp-content/uploads/2011/03/facebook-privacy-lock002.jpg

ফেসবুকের কোথাও পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হলে প্রথমেই দেখে নিতে হবে ওয়েব এড্রেসটি মূল ফেসবুকের এড্রেস কিনা অনেক সময় কাছাকছি এড্রেস এর এবং দেখতে সম্পূর্ন ফেসবুকের ওয়েবসাইট এর মত সাইটগুলোতে পাসওয়ার্ড দিলেই সাইটটি হ্যাক হয়ে যায় facebook.com এর পরিবর্তে যদি facebookie.com, facabook.com ইত্যাদি রকম দেখা যায় তবে কখনই ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া যাবে না

পাবলিক কম্পিউটারে বসলে কাজের শেষে অবশ্যই লগআউট করতে হবে এবং পাবলিক কম্পিউটারে কখনই পাসওয়ার্ড রিমেম্বার দেওয়া যাবে না যেকোন ধরনের ই-মেইল পাসওয়ার্ড দেওয়ার আগে দেখে নিতে হবে ওয়েব এড্রেসটি মূল ফেসবুকের কিনা কম্পিউটারকে সবসময় ম্যালওয়ার ভাইরাস হতে মুক্ত রাখতে হবে এগুলো অনেকসময় পাসওয়ার্ড চুরি করে নিয়ে যায় কখনও কোথা থেকে আসা Facebook Password Reset Confirmation এরকম মেইলে পাসওয়ার্ড রিসেটে ক্লিক করা যাবে না পাবলিক কম্পিউটারে বসলে কাজ শেষে অবশ্যই cache এবং cookies ডিলেট করতে হবে ফেসবুক প্রেফাইলে কোনরকম অস্বাভাবিক কিছু দেখলেই সাথে সাথে পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলতে হবে

মেইলে আসা সফটওয়ার না বুঝে সেট আপ দেওয়া যাবে না অনেক সময় দেখা যায় ফাইলটি দেখতে ভিডিও বা অডিও ফাইল মনে হচেছ কিন্তু আসলে এটি একটি সেট আপ ফাইল যেটি সেটআপ দিলেই কম্পিউটারের পাসওয়ার্ড চলে যাবে দুষ্টলোকদের কাছে এছাড়া মাঝে মাঝেই ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করা উচিৎ

হ্যাক হওয়ার পরও একাউন্টটি ডিলেট করা যাবে না কারন হ্যকিং হওয়ার পরও অ্যাকাউন্টটি পূনরুদ্ধার করার কোন না কোন উপায় থাকে ফেসবুক একাউন্ট হ্যাক হওয়ার পর এটি পূনরুদ্ধার করতে যা যা করনীয় তা হল-যদি শুধু ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড হ্যাক হয় এবং মেইল একাউন্টটি ঠিক থাকে তবে এই লিংক থেকে রিকয়েস্ট পাঠালে পাসওয়ার্ড সমাধান পাওয়া যাবে https://ssl.facebook.com/reset.php

যদি উপরের লিঙ্কে কাজ না হয় তবে পাসওয়ার্ডটি পাওয়ার জন্য নিম্নলিখিত লিঙ্কে ক্লিক করতে হবে পরবর্তী নিদের্শনা অনুযায়ী কাজ করতে হবে http://www.facebook.com /help/identify.php?show_form=hack_login_changed

যদি ই-মেইল এড্রেসটি পরিবর্তন হয়ে যায় তবে নিম্নলিখিত লিঙ্কে ক্লিক করতে হবে ফর্মটি পূরন করে পাঠালে ফেসবুকের কমকর্তারা যোগাযোগ করবে https://ssl.facebook.com/help/contact.php?show_form=hacked_self_recovery
লেখক :: খন্দকার মারছুছ , রুয়েট (ফেসবুক ডেভেলপার)

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য