আগামী জুন থেকে ১৫ হাজার টাকায় ল্যাপটপ পাওয়া যাবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

বুধবার, ৬ এপ্রিল, ২০১১

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু বলেছেন, চলতি সালের জুন মাস থেকে দেশে সরকারিভাবে ল্যাপটপ ও মোবাইল সেট সংযোজন এবং বাজারজাতকরণ শুরু হবে। ১৫ হাজার থেকে ২১ হাজার টাকার মধ্যে ল্যাপটপ ও ১ থেকে ৩ হাজার টাকার মধ্যে মোবাইল সেট পাওয়া যাবে উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়ে গেছি। রাজিউদ্দিন আহমেদ রাজু বলেন, খুব শিগগিরই বঙ্গবন্ধু-১ নামে কম্যুনিকেশন স্যাটেলাইট স্থাপন করা হবে। এ ব্যাপারে ইতোমধ্যেই কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। মন্ত্রী বলেন, অভ্যন্তরীণ চাহিদার প্রেক্ষিতে বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডের উদ্যোগে স্থাপিত ফাইবার অপটিক কেবল প্লান্টে এ বছরের জানুয়ারি থেকে ফাইবার অপটিক কেবল উৎপাদন শুরু হয়েছে।

http://www.laptop-rentals.us/images/float/Cheap-Small-Laptop.jpg

রাজিউদ্দিন আহমেদ আজ দুপুরে সচিবালয়স্থ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সভাকে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার দুই বছরের সাফল্য বর্ণনা করে তিনি বলেন, বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা ২০০৯-১০ অর্থবছরে নীট লাভ করেছে ১৪ কোটি ৫২ লাখ টাকা। এই প্রতিষ্ঠানটি এর আগের ১০ বছর ক্রমাগত লোকসান দিয়ে লোকসানি প্রতিষ্ঠান হিসেবেই পরিচিতি পেয়েছিল বলে তিনি উল্লেখ করেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, দিনবদলের পালায় ‘ভিশন-২১’ বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগকে গণকল্যাণমুখী দল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ জন্যই আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের কাছে মানুষের প্রত্যাশাও অনেক বেশি। তিনি তার মন্ত্রণালয়ের দু’বছরের সাফল্য তুলে ধরে বলেন, চীন সরকার আর্থিক সহায়তায় দেশে ৩জি (থার্ড জেনারেশন) মোবাইল প্রযুক্তি চালু করার প্রক্রিয়া চলছে। ইতোমধ্যেই ২১টি কোম্পানির কাছ থেকে এ বিষয়ে অফার এসেছে। তিনি বলেন, এসব কোম্পানির প্রস্তাব যাছাই-বাছাই শেষে একটি কোম্পানিকে ৩জি মোবাইল প্রযুক্তি কাজ দেয়া হবে। মন্ত্রী বলেন, দেশে টেলিডেনসিটি ৩২ শতাংশ হতে ৪৫ শতাংশে এবং ইন্টারনেট ডেনসিটি ৩ দশমিক ২১ শতাংশ থেকে ৭ শতাংশে উন্নীত হয়েছে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেড (বিটিসিএল)’র ল্যান্ড টেলিফোনের ক্ষেত্রে ‘এক দেশ এক রেট’ প্রবর্তন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এরফলে গ্রাহকগণ এখন দেশব্যাপী ৩০ পয়সা মিনিটে কথা বলতে পারছেন। মন্ত্রী বলেন, পাইলট প্রকল্পের ভিত্তিতে দেশের ১শ’টি ইউনিয়ন পরিষদের অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপনের কার্যক্রম চলছে। এছাড়াও আরো ১ হাজার ইউনিয়ন পরিষদকে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের আওতায় আনার কার্যক্রম হাতে নেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। মন্ত্রী বলেন, মাঠ প্রশাসনের কার্যক্রম অধিকতর গতিশীল ও গণমুখী করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগের সাথে ৬টি বিভাগীয় কমিশনার কার্যালয় ও ৬৪টি জেলা প্রশাসক কার্যালয়ে ভিডিও কনফারেনসিং নেটওয়ার্ক চালুর লক্ষে ইতোমধ্যে অপটিক্যাল ফাইবার স্থাপন করা হয়েছে। ডাক সার্ভিসের অগ্রগতির উল্লেখ করে মন্ত্রী বলেন, ৮ হাজারের অধিক ডাক ঘরে গ্রামীণ ফোনের সরবরাহকৃত ভয়েজ সার্ভিস ফ্যাক্সি লোড করার সুবিধাসহ বিশেষ ধরনের মোবাইল সিমকার্ড প্রদানের মাধ্যমে এগুলোকে পাবলিক কল অফিসে পরিণত করা হয়েছে।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য