জাপানের উত্তরাঞ্চলে আবারো শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভয়াবহ ভূমিকম্প ও সুনামির ঠিক একমাস পর এই ভূমিকম্প আঘাত হানে। সূত্র: বিবিসি অনলাইন।
সোমবার ৭ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পের আঘাতে ফের কেঁপে ওঠে জাপান। ভূমিকম্পের পর তাৎক্ষণিক সুনামি সতর্কতা জারি করা হয়। ফুকুশিমার পরমাণু বিদ্যুতকেন্দ্রের শ্রমিকদের সেখান থেকে সরিয়ে নেয়া হয়।

ভূমিকম্পটির উৎপত্তির স্থল ছিল জাপানের ফুকুশিমা অঞ্চলে। মাত্র ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প আঘাত হানে। পরমাণু তেজষ্ক্রিয়তার উদ্বেগের কারণে অধিবাসীদের সংশ্লিষ্ট এলাকা থেকে আরো অধিক সংখ্যক সরিয়ে নেয়ার সময় এই ভূমিকম্প আঘাত হানে।
প্রসঙ্গত, গত মাসের ভয়াবহ ভূমিকম্পে ফুকুশিমার দাই-ইচি পরমাণু কেন্দ্রের শীতাতপ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। এখনো সেখানে শ্রমিকরা বেশ কয়েকটি চুল্লিতে অতিমাত্রার তাপ নিয়ন্ত্রণ এবং তেজষ্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়া ঠেকাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গত ১১ মার্চের ভয়াবহ ভূমিকম্প ও সুনামির আঘাতে হতাহতদের স্মরণে আজ এক মিনিট নিরবতা পালনের পর পরই ফের ভূমিকম্প আঘাত হানে। এছাড়া সহযোগিতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ জানান জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান।
এছাড়া গত ৭ এপ্রিল ভূমিকম্প ও সুনামি বিধ্বস্ত জাপানে ফের ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেয়া হয়। এতে দুই জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়।
উল্লেখ্য, গত ১১ মার্চ ৮ দশমিক ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর সুনামির আঘাতে ধ্বংসস্তুপে পরিণত হয় জাপানের উত্তর-পূর্বাঞ্চল। ভূমিকম্পের পর ১০ মিটার উঁচু সুনামিতে উপকূলীয় এলাকা প্লাবিত হলে কমপক্ষে ২৮ হাজার মানুষ নিহত ও নিখোঁজ হয়।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।