চারদলীয় ঐক্যজোটের অন্যতম শরিক দল ইসলামী ঐক্যজোটের (একাংশ) চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর ছেলেকে সরকারি নির্দেশেই বিশেষ বাহিনী অপহরণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ও রাজধানীর ৫৭ নং ওয়ার্ডের কমিশনার চৌধুরী আলমকে সাদা পোশাকে নিরাপত্তা বাহিনী অপহরণ করে। মুফতি আমিনীর ছোট ছেলে আবুল হাসানাতের ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে।
তিনি বলেন, আমিনীর পরিবারকে মোবাইলে নানা রকম হুমকি দেয়া হচ্ছে। আমিনী সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে বলে সরকার তাকে দাবিয়ে রাখতেই তার পরিবারের ওপর আঘাত হানছে।
এ সময় দেশে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে মন্তব্য করে হাসনাতকে অবিলম্বে মুক্তি দেয়ারও দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
সংবাদ সম্মেলনে দেশব্যাপী বিএনপির প্রতিবাদ কর্মসূচিতে পুলিশি বাধার তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর প্রতিহিংসামূলক মামলার প্রতিবাদে শনিবার দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের ডাক দেয় বিএনপি।
পরের অংশ - সরকারের নির্দেশেই আমিনীর ছেলে গুম হয়েছে: মির্জা ফখরুল!
শনিবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ও রাজধানীর ৫৭ নং ওয়ার্ডের কমিশনার চৌধুরী আলমকে সাদা পোশাকে নিরাপত্তা বাহিনী অপহরণ করে। মুফতি আমিনীর ছোট ছেলে আবুল হাসানাতের ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে।
তিনি বলেন, আমিনীর পরিবারকে মোবাইলে নানা রকম হুমকি দেয়া হচ্ছে। আমিনী সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে বলে সরকার তাকে দাবিয়ে রাখতেই তার পরিবারের ওপর আঘাত হানছে।
এ সময় দেশে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে মন্তব্য করে হাসনাতকে অবিলম্বে মুক্তি দেয়ারও দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
সংবাদ সম্মেলনে দেশব্যাপী বিএনপির প্রতিবাদ কর্মসূচিতে পুলিশি বাধার তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর প্রতিহিংসামূলক মামলার প্রতিবাদে শনিবার দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের ডাক দেয় বিএনপি।