
অধ্যায়-১ জীবজগৎ
প্রিয় শিক্ষার্থীরা, আজ বিজ্ঞান বিষয়ের ‘জীব জগৎ’ অধ্যায় থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।
# শূন্যস্থান পূরণ করে বাক্যটি খাতায় লেখো।
প্রশ্ন: ফার্ন উদ্ভিদের কাণ্ড, — ও মূল আছে।
উত্তর: ফার্ন উদ্ভিদের কাণ্ড, পাতা ও মূল আছে।
প্রশ্ন: ছত্রাক — তৈরি করতে পারে না।
উত্তর: ছত্রাক খাদ্য তৈরি করতে পারে না।
প্রশ্ন: নগ্নবীজী উদ্ভিদে — থাকে না।
উত্তর: নগ্নবীজী উদ্ভিদে শাখা-প্রশাখা থাকে না।
প্রশ্ন: দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় — শিরাবিন্যাস দেখা যায়।
উত্তর: দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় জালিকা শিরাবিন্যাস দেখা যায়।
প্রশ্ন: সাইকাস ও পাইনাস — উদ্ভিদ।
উত্তর: সাইকাস ও পাইনাস নগ্নবীজী উদ্ভিদ।
প্রশ্ন: একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস —।
উত্তর: একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস সমান্তরাল।
প্রশ্ন: ধান একটি — উদ্ভিদ।
উত্তর: ধান একটি একবীজপত্রী উদ্ভিদ।
প্রশ্ন: শৈবাল, ছত্রাক, মস এবং ফার্ন — উদ্ভিদ।
উত্তর: শৈবাল, ছত্রাক, মস এবং ফার্ন অপুষ্পক উদ্ভিদ।
প্রশ্ন: — সাহায্যে ফার্ন বংশ বিস্তার করে।
উত্তর: স্পোরের সাহায্যে ফার্ন বংশ বিস্তার করে।
প্রশ্ন: ফার্ন সাধারণত — স্থানে জন্মে।
উত্তর: ফার্ন সাধারণত ছায়াযুক্ত স্থানে জন্মে।
প্রশ্ন: বৃক্ষের প্রধান কাণ্ডকে — বলা হয়।
উত্তর: বৃক্ষের প্রধান কাণ্ডকে গাছের গুঁড়ি বলা হয়।
প্রশ্ন: গুল্মজাতীয় উদ্ভিদ — আকারের।
উত্তর: গুল্মজাতীয় উদ্ভিদ মাঝারি আকারের।
প্রশ্ন: বিরুৎ-জাতীয় উদ্ভিদের আকার —।
উত্তর: বিরুৎ-জাতীয় উদ্ভিদের আকার ছোট।
প্রশ্ন: — আমের ফুল।
উত্তর: মুকুল আমের ফুল।
প্রশ্ন: আবৃতবীজী উদ্ভিদের বীজ ফলের — থাকে।
উত্তর: আবৃতবীজী উদ্ভিদের বীজ ফলের ভেতরে থাকে।
প্রশ্ন: পাইনাসের পাতা — মতো।
উত্তর: পাইনাসের পাতা সুচের মতো।
প্রশ্ন: দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজে দুটি — থাকে।
উত্তর: দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে।
প্রশ্ন: নারকেল, তাল, সুপারি, ধান, গম, ভুট্টা — উদ্ভিদ।
উত্তর: নারকেল, তাল, সুপারি, ধান, গম, ভুট্টা একবীজপত্রী উদ্ভিদ।
# সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
প্রশ্ন: বিরুৎ উদ্ভিব কোনটি?
ক. আমগাছ খ. কাঁঠালগাছ
গ. গোলাপগাছ ঘ. শিমগাছ।
উত্তর: ঘ. শিমগাছ।
প্রশ্ন: সাইকাস কোন ধরনের উদ্ভিদ?
ক. আবৃতবীজী উদ্ভিদ খ. নগ্নবীজী উদ্ভিদ গ. শৈবাল ঘ. অপুষ্পক উদ্ভিদ।
উত্তর: নগ্নবীজী উদ্ভিদ।
প্রশ্ন: সমান্তরাল শিরাবিন্যাস কোন উদ্ভিদের পাতার বৈশিষ্ট্য?
ক. দ্বিবীজপত্রী উদ্ভিদ খ. নগ্নবীজী উদ্ভিদ
গ. একবীজপত্রী উদ্ভিদ ঘ. অপুষ্পক উদ্ভিদ।
উত্তর: গ. একবীজপত্রী উদ্ভিদ।
প্রশ্ন: কোনটি বৃক্ষ?
ক. কামিনী খ. নিম
গ. মরিচ ঘ. স্পাইরোগাইরা।
উত্তর: খ. নিম।
প্রশ্ন: শেকড়, কাণ্ড ও পাতা নেই এমন উদ্ভিদকে কী বলে?
ক. শৈবাল খ. মস গ. ছত্রাক ঘ. স্পোর
উত্তর: ক. শৈবাল।
প্রশ্ন: কোনটি সপুষ্পক উদ্ভিদ?
ক. মস খ. ছত্রাক গ. সাইকাস ঘ. ফার্ন
উত্তর: গ. সাইকাস।
প্রশ্ন: একবীজপত্রী উদ্ভিদ কোনটি?
ক. গম খ. ছোলা গ. মটর ঘ. শিম।
উত্তর: ক. গম।
প্রশ্ন: কোন উদ্ভিদের পাতার শিরা জালের মতো ছড়িয়ে থাকে?
ক. আম খ. নারকেল গ. তাল ঘ. ভুট্টা
উত্তর: ক. আম।
পরবর্তীঅংশ প্রকাশ হবে আগামীকাল
সুত্রঃ প্রথম আলো
তারিখঃ মঙ্গলবার, ৮ মার্চ ২০১১
তারিখঃ মঙ্গলবার, ৮ মার্চ ২০১১
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।