ঢাকায় হোয়াইটওয়াশের স্মৃতি, তবু খুশি ম্যাককালাম

মঙ্গলবার, ২২ মার্চ, ২০১১

মিরপুরের হতাশার স্মৃতিটা ভুলে যাওয়ার কথা নয় নিউজিল্যান্ডের। গত বছরের অক্টোবরে এখান থেকে ৪-০তে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ নিয়ে ফিরতে হয়েছিল কিউইদের। সর্বশেষ সফরে এমন দুঃখজনক অভিজ্ঞতার কারণে ঢাকার প্রতি একটা ভীতিই থাকার কথা ক্রিকেটারদের। তবে দলটির তারকা ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম দাবি করেছেন, নিউজিল্যান্ড আবারও ঢাকায় ফিরতে পেরে তিনি খুশি।

মাথা নিচু করে মাঠ ছাড়ছেন নিউজিল্যান্ডের মিলস। সর্বশেষ বাংলাদেশ সফরে
মাথা নিচু করে মাঠ ছাড়ছেন নিউজিল্যান্ডের মিলস। সর্বশেষ বাংলাদেশ সফরে

শুক্রবার কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামবে নিউজিল্যান্ড। গত বছর একই ভেন্যুতে হোয়াইটওয়াশ হওয়ার স্মৃতিচারণা করে ২৯ বছর বয়সী ম্যাককালাম বলেছেন, ‘এটা সত্যিই আমাদের জন্য ভালো হলো। ঢাকার কন্ডিশন সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে। চেনা কন্ডিশনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে আমাদের সুবিধার হবে।’
আত্মবিশ্বাসী ম্যাককালাম এর পর যোগ করেন, ‘আমরা কী করতে পারি, সেদিকেই দৃষ্টি থাকবে আমাদের। যদি এটা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে দক্ষিণ আফ্রিকা আমাদের সঙ্গে পেরে উঠবে না।’ ওয়েবসাইট।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য