জাপানে বাংলাদেশ দূতাবাস স্থানান্তরের নির্দেশ

বুধবার, ১৬ মার্চ, ২০১১

তেজস্ক্রিয়তার ঝুঁকির মুখে টোকিও-তে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং সেখানকার বাংলাদেশি নাগরিকদের নিরাপদে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ভয়াবহ ভূমিকম্প ও সুনামির আঘাতে জাপানের পরমাণু বিদ্যুতকেন্দ্রে বিস্ফোরণের পর এ নির্দেশ দেয়া হয়।

http://rtnn.net/newsimage/sec_1/subsec_1/129925599820110304.jpg
পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি

মঙ্গলবার নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।

তিনি বলেন, টোকিও থেকে দূতাবাস সরিয়ে নিয়ে দ্রুত দেশটির দক্ষিণাঞ্চলে হিরোশিমায় স্থানান্তর করতে বলা হয়েছে। একইসঙ্গে ভূমিকম্প ও সুনামি বিধ্বস্ত শহরের আশপাশের বাংলাদেশিদের নিরাপদ দূরত্বে অবস্থান নিতে বলা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাপানে অবস্থানরত ১২ হাজার বাংলাদেশির বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় এবং পারমাণবিক শক্তি কমিশন একসঙ্গে কাজ করছে।

তিনি বলেন, ভয়াবহ এই দুর্যোগে জাপানে বহু প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির প্রাণহানির খবর সরকারের কাছে আসেনি।

জাপান বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ উল্লেখ করে দীপু মনি বলেন, দুর্যোগ মুহূর্তে দেশটির পাশে দাঁড়াতে বাংলাদেশ প্রস্তুত। ইতিমধ্যে দেশটিতে মেডিকেল টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

উদ্ধারকাজের জন্য একটি টিম গঠন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, জাপান এ মুহূর্তে মেডিকেল টিমের চেয়ে উদ্ধারকাজে স্বেচ্ছাসেবী পাঠানোর সহযোগিতা কামনা করছে। বাংলাদেশও বিষয়টি নিয়ে ভাবছে।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, জাপান থেকে কোনো প্রবাসী বাংলাদেশি দেশে ফিরতে চাইলে সেক্ষেত্রে বাংলাদেশ মিশন সহযোগিতা করবে।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য