রাজশাহী বিশ্ববিদ্যালয় ২৪ আগস্ট ছাত্র-শিক্ষক নির্যাতন দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত

মঙ্গলবার, ৮ মার্চ, ২০১১

এখন থেকে প্রতিবছর ২৪ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘ছাত্র-শিক্ষক নির্যাতন দিবস’ পালন করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গত শনিবার রাতে উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য শামসুদ্দিন ইলিয়াস জানান, খেলা দেখাকে কেন্দ্র করে ২০০৭ সালের ২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের ঘটনা ঘটে। পরের দিন ২৪ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ছাত্র বিক্ষোভের ঘটনা ঘটে। ওই দিন তত্ত্বাবধায়ক সরকারের নির্দেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আটজন শিক্ষককে কারাবন্দী করা হয় এবং অনেক ছাত্রকে নির্যাতন করা হয়। একই দিন রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে একজন রিকশাচালক নিহত হন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুদ্দিন ইলিয়াস আরও বলেন, শিক্ষক ও ছাত্র নির্যাতনের এসব ঘটনার পরিপ্রেক্ষিতে এবং ২৪ আগস্টকে স্মরণীয় করে রাখার জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের পক্ষ থেকে ইতিপূর্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আবেদন করেছিলেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার রাতে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় দিবসটি পালনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উপাচার্য এম আবদুস সোবহান বলেন, আগস্টের ছাত্র বিক্ষোভের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৩ আগস্টকে ‘ছাত্র-শিক্ষক নির্যাতন দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গত শনিবারের সিন্ডিকেটের সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ২৪ আগস্টকে ‘ছাত্র-শিক্ষক নির্যাতন দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে


সুত্রঃ প্রথম আলো
তারিখঃ মঙ্গলবার, ৮ মার্চ ২০১১

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য