দেশে কাঙ্ক্ষিত হারে দুর্নীতি কমেনি: দুদক চেয়ারম্যান

বুধবার, ১৬ মার্চ, ২০১১

দেশ থেকে দুর্নীতি কাঙ্ক্ষিত হারে কমেনি জানিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, আইনগত জটিলতা ও চাহিদার তুলনায় সেবা সরবরাহ কম থাকায় দুর্নীতি বাড়ছে। দুর্নীতি দূর করতে আইন সংস্কার ও দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ বিষয়ক এক মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান এসব কথা বলেন।

http://rtnn.net/newsimage/sec_1/subsec_5/130018595520110315.jpg

গোলাম রহমান বলেন, যখন আইনগত জটিলতা ও চাহিদার তুলনায় সেবা সরবরাহ কম থাকে তখন দুর্নীতি বাড়ে। দুর্নীতি যাতে হ্রাস পায় সেজন্য সরকারি কর্মকর্তাদের সঠিকভাবে কাজ করারও পরামর্শ দেন তিনি।

কর্মকর্তাদের উদ্দেশে দুদক চেয়ারম্যান আরও বলেন, ক্ষমতার অপব্যবহার না করে এবং নিজে লাভবান হওয়ার কথা না ভেবে দুর্নীতি প্রতিরোধে সকলকে উদ্বুদ্ধ করতে হবে।

জেলা প্রশাসক রমা রাণী রায়ের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- দুদক কর্মকর্তা আবু মো. মোস্তফা কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার এএসএম কবীর, শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার আজমূল হক প্রমুখ।

সভায় জেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তাসহ ছয় উপজেলার চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য