রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে আবৃত্তির অ্যালবাম করেছেন গোলাম সারোয়ার। নাম ফাঁকি। সবকটিই রবীন্দ্রনাথের কবিতা। কবিতাগুলো হলো—ফাঁকি, বোঝাপড়া, ঝুলন, দুঃসময়, সে আমার জননী রে, জুতা আবিষ্কার, কৃপণ, কুয়ার ধারে, নারীর উক্তি, নিরুদ্দেশ যাত্রা, ঐকতান, প্রশ্ন, পুরুষের উক্তি, ভুল স্বর্গ। এই অ্যালবামের ব্যাপারে গোলাম সারোয়ার বললেন, ‘রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তির মধ্য দিয়ে সার্ধশত জন্মবর্ষে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছি।’ অ্যালবামটি প্রকাশ করেছে মার্স। পরিবেশনার দায়িত্বে আছে বেতার জগৎ।

গোলাম সারোয়ার
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।