‘বিশ্বায়নের এই যুগে এগিয়ে যেতে তথ্যপ্রযুক্তির বিকল্প নেই। আমাদের কৃষি গবেষণায় তথ্যপ্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে, যার প্রমাণ আমরা পাটের জীবন-রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছি। তবে তথ্যপ্রযুক্তিতে আমাদের তরুণ শিক্ষার্থীদের আরও উদ্বুদ্ধ করতে হবে।’ গতকাল ডিজিটাল মেলার উদ্বোধনকালে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এসব কথা বলেন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হলো বিসিএস ডিজিটাল এক্সপো-২০১১। গতকাল বিকেল তিনটায় এই মেলার উদ্বোধন হয়। বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এ মেলার আয়োজক। ডিজিটাল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য এবং বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, ‘তথ্যপ্রযুক্তির বিকাশ, সহজলভ্যতা ও কার্যকর ব্যবহার মানুষের জীবনযাত্রাকে বদলে দিয়েছে। আর উন্নত ও গতিশীলতায় আইসিটি হচ্ছে মূল হাতিয়ার।’
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান কবিতার সুরে বলেন, ‘প্রযুক্তি প্রগতির পথ বলে গণ্য/ ডিজিটাল বাংলাদেশ হতে হবে সকলের জন্য।’ বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়তে আমাদের আইটিতে আরও দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মোস্তাফা জব্বার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিএস ডিজিটাল এক্সপোর আহ্বায়ক মজিবুর রহমান স্বপন, প্রদর্শনীর প্লাটিনাম পৃষ্ঠপোষক কিউবি বাংলাদেশের সিইও জেরি মবসসহ আরও অনেকে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলা ঘুরে দেখেন। উদ্বোধনের পরপর মেলা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই দর্শনার্থীদের উপস্থিতিতে জমে ওঠে মেলা প্রাঙ্গণ। মেলা শুরুর দিনে আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল ল্যাপটপ কম্পিউটার। এসার, আসুস, সনি ভায়ো, অ্যাপেল, এইচপি, লেনেভো, ফুজিৎসু প্রভৃতি ব্র্যান্ডের ল্যাপটপগুলোর সর্বশেষ সংস্করণ মেলায় পাওয়া যাচ্ছে। ইনটেল তাদের স্টলে তিনটি প্রসেসর, কোর আই-৩, ৫ ও ৭ প্রদর্শন করছে। কিউবির মডেম পাওয়া যাচ্ছে এক হাজার টাকায়। এ ছাড়া বিভিন্ন পণ্যে নগদ মূল্যছাড় ও পুরস্কারের ব্যবস্থা রয়েছে। মেলা শুরুর পর বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান ইকারাস ইনফোটেক লিমিটেডের নতুন সফটওয়্যার ‘বাংলাদেশ ডিজিটাল ডিরেক্টরিস’-এর মোড়ক উন্মোচন করেন। আজ বেলা তিনটা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ‘ভবিষ্যতের ডিজিটাল ডিভাইস’ শিরোনামে একটি সেমিনার। মেলা শেষ হবে ১৩ মার্চ। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা খোলা থাকবে।
বিষয় সমুহ...
বিভাগীও শহর তথ্য কনিকা
আরো কিছু গুরুত্তপূর্ণ বিষয়...
ডিজিটাল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী তথ্যপ্রযুক্তিতে তরুণদের উদ্বুদ্ধ করতে হবে
বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১১অন্তরভুক্ত বিষয় কম্পিউটার প্রতিদিন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।